ETV Bharat / sitara

মুম্বই ফিল্ম সিটিকে অন্যত্র সরানো সহজ নয় : সঞ্জয় রাউত - Sanjay on akshay kumar

উত্তরপ্রদেশে ফিল্ম সিটি করা প্রসঙ্গে আদিত্যনাথকে একহাত নেন সঞ্জয় রাউত । বলেন, "মুম্বইয়ের ফিল্ম সিটি যদি কেউ নিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা মজার বিষয় । এখান থেকে সেটাকে নিয়ে যাওয়া সহজ হবে না । এর সঙ্গে অনেক পুরোনো ইতিহাস জড়িয়ে আছে ।"

asd
asd
author img

By

Published : Dec 2, 2020, 3:25 PM IST

মুম্বই : এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । গতকাল তিনি মুম্বইতে আসার পরই তাঁর সঙ্গে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । আর এই সাক্ষাতের পরই শিবসেনার সমালোচনার মুখে পড়েন তাঁরা ।

সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয় সংলগ্ন জায়গাতে এই ফিল্ম সিটি তৈরি করার জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । সূত্রের খবর, গতকাল এই ফিল্ম সিটি নিয়েও অক্ষয়ের সঙ্গে তাঁর কথা হয় ।

asdasd
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের

যদিও বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি শিবসেনা । এ প্রসঙ্গে অক্ষয় কুমারকে কটাক্ষ করে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, "যোগীজিকে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের ঘরে বসে থাকতে দেখেছি । অক্ষয় কুমারও তাঁর সঙ্গে বসেছিলেন । অক্ষয়জি হয়তো আমের ঝুড়ি নিয়ে দেখা করতে গিয়েছিলেন ।"

এরপর উত্তরপ্রদেশে ফিল্ম সিটি করা প্রসঙ্গে আদিত্যনাথকে একহাত নেন তিনি । বলেন, "মুম্বইয়ের ফিল্ম সিটি যদি কেউ নিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা মজার বিষয় । এখান থেকে সেটাকে নিয়ে যাওয়া সহজ হবে না । এর সঙ্গে অনেক পুরোনো ইতিহাস জড়িয়ে আছে ।"

তিনি আরও বলেন, "ফিল্ম সিটি তো শুধুমাত্র মুম্বইতেই নেই । দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ফিল্ম সিটি রয়েছে । সেখানকার ফিল্ম সিটি অনেক বড় । সেখানে অনেক তারকা শুটিং করতে যান । একাধিক হিন্দি ছবির শুটিংও হয় সেখানে । এছাড়া পঞ্জাব ও পশ্চিমবঙ্গেও ফিল্ম সিটি রয়েছে । তো যোগীজি উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরি করা জন্য এই সব রাজ্যে গিয়ে সেখানকার তারকাদের সঙ্গেও কি কথা বলবেন ? নাকি তিনি শুধুমাত্র মুম্বইয়ের থেকেই বদলা নেওয়ার চেষ্টা করছেন ?"

শুনুন সঞ্জয় রাউতের বক্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেওয়ার পর থেকেই BJP ঘনিষ্ঠের তকমা পেয়েছিলেন অক্ষয় । আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে অনেক জলঘোলাও হয়েছিল । এরপর গতকাল আদিত্যনাথের সঙ্গে দেখা করে সেই বিষয়কে আবার উসকে দেন । তার জন্য আজ শিবসেনার সমালোচনার মুখেও পড়েন তিনি । যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি অক্ষয়কে ।

মুম্বই : এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । গতকাল তিনি মুম্বইতে আসার পরই তাঁর সঙ্গে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে । আর এই সাক্ষাতের পরই শিবসেনার সমালোচনার মুখে পড়েন তাঁরা ।

সেপ্টেম্বরে উত্তরপ্রদেশে দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন আদিত্যনাথ । নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয় সংলগ্ন জায়গাতে এই ফিল্ম সিটি তৈরি করার জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন তিনি । সূত্রের খবর, গতকাল এই ফিল্ম সিটি নিয়েও অক্ষয়ের সঙ্গে তাঁর কথা হয় ।

asdasd
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ অক্ষয় কুমারের

যদিও বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি শিবসেনা । এ প্রসঙ্গে অক্ষয় কুমারকে কটাক্ষ করে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, "যোগীজিকে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলের ঘরে বসে থাকতে দেখেছি । অক্ষয় কুমারও তাঁর সঙ্গে বসেছিলেন । অক্ষয়জি হয়তো আমের ঝুড়ি নিয়ে দেখা করতে গিয়েছিলেন ।"

এরপর উত্তরপ্রদেশে ফিল্ম সিটি করা প্রসঙ্গে আদিত্যনাথকে একহাত নেন তিনি । বলেন, "মুম্বইয়ের ফিল্ম সিটি যদি কেউ নিয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা মজার বিষয় । এখান থেকে সেটাকে নিয়ে যাওয়া সহজ হবে না । এর সঙ্গে অনেক পুরোনো ইতিহাস জড়িয়ে আছে ।"

তিনি আরও বলেন, "ফিল্ম সিটি তো শুধুমাত্র মুম্বইতেই নেই । দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ফিল্ম সিটি রয়েছে । সেখানকার ফিল্ম সিটি অনেক বড় । সেখানে অনেক তারকা শুটিং করতে যান । একাধিক হিন্দি ছবির শুটিংও হয় সেখানে । এছাড়া পঞ্জাব ও পশ্চিমবঙ্গেও ফিল্ম সিটি রয়েছে । তো যোগীজি উত্তরপ্রদেশে ফিল্ম সিটি তৈরি করা জন্য এই সব রাজ্যে গিয়ে সেখানকার তারকাদের সঙ্গেও কি কথা বলবেন ? নাকি তিনি শুধুমাত্র মুম্বইয়ের থেকেই বদলা নেওয়ার চেষ্টা করছেন ?"

শুনুন সঞ্জয় রাউতের বক্তব্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎকার নেওয়ার পর থেকেই BJP ঘনিষ্ঠের তকমা পেয়েছিলেন অক্ষয় । আর সেই সাক্ষাৎকারকে কেন্দ্র করে অনেক জলঘোলাও হয়েছিল । এরপর গতকাল আদিত্যনাথের সঙ্গে দেখা করে সেই বিষয়কে আবার উসকে দেন । তার জন্য আজ শিবসেনার সমালোচনার মুখেও পড়েন তিনি । যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি অক্ষয়কে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.