মুম্বই : মাত্র কয়েকদিন আগেই চার বছরে পা দিয়েছে সে । কিন্তু, এর মধ্যেই সোশাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা অনেক । এমনকী, এই বয়সে বিয়ের প্রস্তাবও পাচ্ছে ছোট্ট তইমুর । তাকে বিয়ে করার জন্য স্বয়ং করিনা কাপুর খানের কাছেই অনুমতি চাইলেন নোরা ফতেহি ।
সম্প্রতি রেডিয়ো চ্যাট শো 'হোয়াট উয়োমেন ওয়ান্ট'-এ অতিথি হিসেবে গিয়েছিলেন নোরা । সেই সময় করিনার সঙ্গে কথা হয় তাঁর । তখনই হঠাৎ তইমুরকে বিয়ে করার কথা করিনাকে জানান নোরা । তা শুনে কিছুটা হলেও অবাক হয়ে গিয়েছিলেন বেবো ।
করিনা তাঁকে বলেন, "সইফ ও আমি তোমার নাচ খুবই পছন্দ করি ।" এরপর করিনাকে ধন্যবাদ জানিয়ে নোরা বলেন, "আমি আশাকরি তইমুর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর তখনই আমার আর ওর বিয়ে নিয়ে ভাবতে পারব ।"
![sgfsdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/101639845_253409772603150_613952821107804934_n_0801newsroom_1610094094_662.jpg)
এদিকে নোরার মুখে এই কথা শুনে কিছুটা অবাক হয়ে গিয়েছিলেন করিনা । কিছুক্ষণ থেমে তিনি নোরাকে বলেন, "ঠিক আছে, ওর এখন মাত্র চার বছর বয়স । এখনও অনেকদিন অপেক্ষা করতে হবে ।" এরপর হেসে নোরা জানান, তিনি তইমুরের জন্য অপেক্ষা করতে রাজি আছেন ।
জন্মের পর থেকেই খবরের শিরোনামে উঠে আসে তইমুর । তার ছবি ক্যামেরাবন্দী করতে ভিড় জমান পাপারাৎজ়িরা । তার জন্য মাঝে মধ্যেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ছোটে নবাবকে । কখনও আবার বাবা-মায়ের পাশাপাশি বড়দের মতো ক্যামেরায় পোজ়ও দিতে দেখা যায় তাকে । যাই হোক দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা । কয়েকদিন পরই নতুন সদস্য পা রাখবে তাঁদের পরিবারে । তবে গর্ভবতী অবস্থাতেও কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি । রেডিয়ো শো থেকে শুরু করে বিজ্ঞাপনের শুটিংও চালিয়ে যাচ্ছেন তিনি ।
শেষবার রেমো ডিসুজ়ার 'স্ট্রিট ডান্সার 3ডি' ছবিতে দেখা গিয়েছিল নোরাকে । এরপর সম্প্রতি একটি মিউজ়িক ভিডিয়োতে গুরু রণধাওয়ার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে । এছাড়া 'ভূজ : দা প্রাইড অফ ইন্ডিয়া'-তে অজয় দেবগন, সঞ্জয় দত্ত ও সোনাক্ষি সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে ছবিটি ।