ETV Bharat / sitara

সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সচেতন ভিকির এই বন্ধু - No hand shaking

সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ে যথেষ্ট সচেতন ভিকির চারপেয়ে বন্ধুও । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন ভিকি । ছবিতে একটি সারমেয়র মুখের সামনে হাত বাড়িয়ে রয়েছেন তিনি । যদিও ভিকিকে কোনও প্রতিক্রিয়াই দেয়নি সে ।

sdf
df
author img

By

Published : May 29, 2020, 10:53 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা । আর সেই বার্তা প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে । পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তা ফ্যানদের কাছে পৌঁছে দিয়েছেন তারকারাও । বাদ যাননি ভিকি কৌশলও । সোশাল মিডিয়ায় বিভিন্ন ভাবে প্রচার করেছেন তিনিও ।

আর সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ে যথেষ্ট সচেতন ভিকির চারপেয়ে বন্ধুও । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন ভিকি । ছবিতে একটি সারমেয়র মুখের সামনে হাত বাড়িয়ে রয়েছেন তিনি । কিন্তু, ভিকির ওই কাজের কোনও প্রতিক্রিয়া দেয়নি সে । বরং ভিকির হাতের দিকে তাকিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাকে । আর এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে ভিকি লেখেন, "এও জানে..."। এই লেখার সঙ্গে করমর্দন না করার দুটি ইমোজি ব্যবহার করেছেন তিনি ।

আসলে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে করমর্দন বন্ধ করতে হবে । তাই এখন সবাইকে করমর্দন ও হাই ফাইফ দিতে বারণ করেছেন ভিকি । কয়েক দিন আগেই সেকথা একটি ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন তিনি ।

সোশাল মিডিয়ায় কয়েকদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেন ভিকি । সেখানে ট্রেনারের সঙ্গে ক্যারাটে প্র্যাক্টিস করছেন তিনি । ট্রেনারের ছুড়ে দেওয়া আক্রমণ নিজের হাত দিয়ে প্রতিহত করতে দেখা গিয়েছে তাঁকে । আসলে তাঁর সঙ্গে কেউ করমর্দন করতে এলে বা হাই ফাইভ দিতে এলে এভাবেই নিজেকে প্রোটেক্ট করবেন বলে জানিয়েছেন ভিকি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "করমর্দন আর হাই ফাইভ করতে গেলে এটাই আমার উত্তর ।"

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা । আর সেই বার্তা প্রশাসনের তরফে পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে । পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তা ফ্যানদের কাছে পৌঁছে দিয়েছেন তারকারাও । বাদ যাননি ভিকি কৌশলও । সোশাল মিডিয়ায় বিভিন্ন ভাবে প্রচার করেছেন তিনিও ।

আর সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ে যথেষ্ট সচেতন ভিকির চারপেয়ে বন্ধুও । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানিয়েছেন ভিকি । ছবিতে একটি সারমেয়র মুখের সামনে হাত বাড়িয়ে রয়েছেন তিনি । কিন্তু, ভিকির ওই কাজের কোনও প্রতিক্রিয়া দেয়নি সে । বরং ভিকির হাতের দিকে তাকিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাকে । আর এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে ভিকি লেখেন, "এও জানে..."। এই লেখার সঙ্গে করমর্দন না করার দুটি ইমোজি ব্যবহার করেছেন তিনি ।

আসলে সামাজিক দূরত্ব বজায় রাখতে গেলে করমর্দন বন্ধ করতে হবে । তাই এখন সবাইকে করমর্দন ও হাই ফাইফ দিতে বারণ করেছেন ভিকি । কয়েক দিন আগেই সেকথা একটি ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন তিনি ।

সোশাল মিডিয়ায় কয়েকদিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেন ভিকি । সেখানে ট্রেনারের সঙ্গে ক্যারাটে প্র্যাক্টিস করছেন তিনি । ট্রেনারের ছুড়ে দেওয়া আক্রমণ নিজের হাত দিয়ে প্রতিহত করতে দেখা গিয়েছে তাঁকে । আসলে তাঁর সঙ্গে কেউ করমর্দন করতে এলে বা হাই ফাইভ দিতে এলে এভাবেই নিজেকে প্রোটেক্ট করবেন বলে জানিয়েছেন ভিকি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "করমর্দন আর হাই ফাইভ করতে গেলে এটাই আমার উত্তর ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.