ETV Bharat / sitara

বাড়িতে নতুন সদস্যকে স্বাগত জানালেন নিক-প্রিয়াঙ্কা - নিক জোনাস

সামনেই প্রথম বিবাহবার্ষিকী । তার আগেই নিক জোনাসকে সারমেয় উপহার দিয়ে চমকে দিলেন প্রিয়াঙ্কা ।

Priyanka
dfg
author img

By

Published : Nov 27, 2019, 1:32 PM IST

মুম্বই : প্রথম বিবাহবার্ষিকীর আর মাত্র কয়েকটা দিন বাকি । তার আগেই নিক জোনাসকে উপহার দিয়ে একবারে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া । বাড়িতে নিয়ে এলেন নতুন সদস্য, একটি সারমেয়কে । নাম দিলেন 'গিনো'।

তখনও ঘুম থেকে ওঠেননি নিক । হঠাৎ প্রিয়াঙ্কা তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন । এরপর খাটের উপর তুলে দেন ওই সারমেয়কে । সঙ্গে সঙ্গে নিকের গায়ের উপর উঠে যায় সে । এই মুহূর্তের একটি ভিডিয়ো করেন প্রিয়াঙ্কা । পরে সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেন ।

এরপর গিনোর সঙ্গে পোজ় দিয়ে বেশ কয়েকটি ছবি তোলেন নিক । সেগুলিও ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা ।

অন্যদিকে গিনোর সঙ্গে ছবি তুলে সেটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিকও । যার ক্যাপশনে লিখেছেন, "আজ সকালে প্রিয়াঙ্কা বাড়িতে আসে এই অসাধারণ সাপ্রাইজ়টিকে সঙ্গে নিয়ে । আমাদের নতুন সারমেয় গিনোর সঙ্গে পরিচয় করুন ।" তিনি আরও লেখেন, "ঘুম থেকে ওঠার পরও আমি হাসছিলাম । হাসি থামাতেই পারছিলাম না ।" এই সারপ্রাইজ়ের জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

এর পাশাপাশি গিনোর একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বানিয়েছেন নিক-প্রিয়াঙ্কা । অনেকেই জানেন সারমেয়র প্রতি একটা আলাদা ভালোবাসা আছে প্রিয়াঙ্কার । ইতিমধ্যেই তাঁর কাছে একটি সারমেয় রয়েছে । যার নাম 'ডায়না' । তার জন্যও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছিলেন তিনি ।

কাজের দিক থেকে পরবর্তী 'দা হোয়াইট টাইগার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা । প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে রয়েছেন রাজকুমার রাও, নবাগত আদর্শ গৌরব । পরিচালনায় রামিন বাহরানি । এর আগে মুক্তি পেয়েছে 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । ফারহান আখতার ও জ়ায়রা ওয়াসিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ওই ছবিতে ।

মুম্বই : প্রথম বিবাহবার্ষিকীর আর মাত্র কয়েকটা দিন বাকি । তার আগেই নিক জোনাসকে উপহার দিয়ে একবারে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া । বাড়িতে নিয়ে এলেন নতুন সদস্য, একটি সারমেয়কে । নাম দিলেন 'গিনো'।

তখনও ঘুম থেকে ওঠেননি নিক । হঠাৎ প্রিয়াঙ্কা তাঁকে ঘুম থেকে ডেকে তোলেন । এরপর খাটের উপর তুলে দেন ওই সারমেয়কে । সঙ্গে সঙ্গে নিকের গায়ের উপর উঠে যায় সে । এই মুহূর্তের একটি ভিডিয়ো করেন প্রিয়াঙ্কা । পরে সেটি ইনস্টাগ্রামে পোস্টও করেন ।

এরপর গিনোর সঙ্গে পোজ় দিয়ে বেশ কয়েকটি ছবি তোলেন নিক । সেগুলিও ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা ।

অন্যদিকে গিনোর সঙ্গে ছবি তুলে সেটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিকও । যার ক্যাপশনে লিখেছেন, "আজ সকালে প্রিয়াঙ্কা বাড়িতে আসে এই অসাধারণ সাপ্রাইজ়টিকে সঙ্গে নিয়ে । আমাদের নতুন সারমেয় গিনোর সঙ্গে পরিচয় করুন ।" তিনি আরও লেখেন, "ঘুম থেকে ওঠার পরও আমি হাসছিলাম । হাসি থামাতেই পারছিলাম না ।" এই সারপ্রাইজ়ের জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ।

এর পাশাপাশি গিনোর একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বানিয়েছেন নিক-প্রিয়াঙ্কা । অনেকেই জানেন সারমেয়র প্রতি একটা আলাদা ভালোবাসা আছে প্রিয়াঙ্কার । ইতিমধ্যেই তাঁর কাছে একটি সারমেয় রয়েছে । যার নাম 'ডায়না' । তার জন্যও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছিলেন তিনি ।

কাজের দিক থেকে পরবর্তী 'দা হোয়াইট টাইগার' ছবির শুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা । প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে রয়েছেন রাজকুমার রাও, নবাগত আদর্শ গৌরব । পরিচালনায় রামিন বাহরানি । এর আগে মুক্তি পেয়েছে 'দা স্কাই ইজ় পিঙ্ক' ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । ফারহান আখতার ও জ়ায়রা ওয়াসিমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন ওই ছবিতে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.