মুম্বই : হিমেশ রেশমিয়ার সুরে মুক্তি পেল রাণু মণ্ডলের গাওয়া 'আশিকী মেঁ তেরি 2.0' গানটি। আর মুহূর্তেই লক্ষাধিক ভিউ পেল সেই গান। হিমেশ অভিনীত 'হ্যাপি হার্ডি অ্যান্ড হির'-এর গান সেটি।
2006 সালে হিমেশের সুপারহিট গান 'আশিকী মেঁ তেরি'-র দ্বিতীয় ভার্শন এটি। গানটির রেকর্ডিংয়ের সময় হিমেশ একটি ছোটো ক্লিপিং শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে। গানের সেই টুকু অংশই হিট হয়েছিল সোশাল মিডিয়ায়। আর এবার মুক্তি পেল পুরো গানটি।
গানে মূল গলা হিমেশের। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন রাণু। 'তেরি মেরি কাহানি'-র মতো রোম্যান্টিক মেলোডির পর এটা সম্পূর্ণ অন্য জঁরের গান।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'হ্যাপি হার্ডি অ্যান্ড হির' ছবিটি মুক্তি পাচ্ছে 2020 সালের 3 জানুয়ারি।