ETV Bharat / sitara

'দিল বেচারা'-র পোস্টারে প্রাণবন্ত সুশান্ত - Dil Bechara trailer out tomorrow

আজ সামনে এল 'দিল বেচারা'-র নতুন পোস্টার । আগামীকাল মুক্তি পাবে ট্রেলার ।

োে্
োে্
author img

By

Published : Jul 5, 2020, 7:41 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'দিল বেচারা'-র নতুন পোস্টার । যেখানে বাইকের উপর বসে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । আর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে, তাঁর কাঁধে মাথা রেখে বসে সঞ্জনা সাঙ্ঘি । সুশান্তের মুখে লেগে রয়েছে সেই প্রাণবন্ত হাসি । এদিকে এই পোস্টার দেখে মন খারাপ ফ্যানদের ।

কারণ ছবির পোস্টার বের হলেও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব । আনন্দটা যেন কোথাও হারিয়ে গিয়েছে । তার একটাই কারণ । সেটা হল অসময়ে সুশান্তের চলে যাওয়া । যা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না ফ্যানরা । এই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই । আর আগামীকালই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । সেটা দেখার অপেক্ষায় রয়েছেন কেউ কেউ ।

আজ ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করেছেন সঞ্জনা । লেখেন, "এটা আমার একটা প্রিয় শট । যেন স্বপ্নের মতো । আগামীকাল মুক্তি পাবে 'দিল বেচারা'-র ট্রেলার ।"

কয়েকদিন আগে শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেছিলেন সঞ্জনা । যেখানে বাইকের উপর বসে রয়েছেন সুশান্ত । বাইকের পাশে আলাদাভাবে যোগ করা হয়েছে একটি আসন । যেখানে বসে রয়েছেন সঞ্জনা । আর রাস্তায় দাঁড়িয়ে পরিচালক মুকেশ ছাবড়া । এই ছবি পোস্ট করে নস্টালজিয়ায় গা ভাসান অভিনেত্রী ।

ছবির ক্যাপশনে লেখেন, "ছবিটা খুঁজে পেলাম । যা আমি আগে কখনও দেখিনি । স্মৃতি ও নস্টালজিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি ও বেঁচে রয়েছি । আমাদের শুটিংয়ের দিনগুলি ছিল ক্রিয়েটিভিটি ও আনন্দে ভরপুর । আমি কিছু করলে বা বললে সেটাকে নিয়ে তাঁরা মজা করতেন...এটাই ছিল রোজকার বিষয় ।"

োে্
সঞ্জনার পোস্ট

2014 সালের হলিউড ফিল্ম 'দা ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা'। এই ছবিতে সুশান্ত ও সঞ্জনা ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখার্জি ও শাশ্বত চ্যাটার্জি । ডিজ়নি প্লাস হটস্টারে 24 জুলাই মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : প্রকাশ্যে এল 'দিল বেচারা'-র নতুন পোস্টার । যেখানে বাইকের উপর বসে রয়েছেন সুশান্ত সিং রাজপুত । আর পিছন থেকে তাঁকে জড়িয়ে ধরে, তাঁর কাঁধে মাথা রেখে বসে সঞ্জনা সাঙ্ঘি । সুশান্তের মুখে লেগে রয়েছে সেই প্রাণবন্ত হাসি । এদিকে এই পোস্টার দেখে মন খারাপ ফ্যানদের ।

কারণ ছবির পোস্টার বের হলেও কেমন যেন একটা ফাঁকা ফাঁকা ভাব । আনন্দটা যেন কোথাও হারিয়ে গিয়েছে । তার একটাই কারণ । সেটা হল অসময়ে সুশান্তের চলে যাওয়া । যা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না ফ্যানরা । এই ছবিটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই । আর আগামীকালই মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার । সেটা দেখার অপেক্ষায় রয়েছেন কেউ কেউ ।

আজ ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করেছেন সঞ্জনা । লেখেন, "এটা আমার একটা প্রিয় শট । যেন স্বপ্নের মতো । আগামীকাল মুক্তি পাবে 'দিল বেচারা'-র ট্রেলার ।"

কয়েকদিন আগে শুটিংয়ের সময়কার একটি ছবি পোস্ট করেছিলেন সঞ্জনা । যেখানে বাইকের উপর বসে রয়েছেন সুশান্ত । বাইকের পাশে আলাদাভাবে যোগ করা হয়েছে একটি আসন । যেখানে বসে রয়েছেন সঞ্জনা । আর রাস্তায় দাঁড়িয়ে পরিচালক মুকেশ ছাবড়া । এই ছবি পোস্ট করে নস্টালজিয়ায় গা ভাসান অভিনেত্রী ।

ছবির ক্যাপশনে লেখেন, "ছবিটা খুঁজে পেলাম । যা আমি আগে কখনও দেখিনি । স্মৃতি ও নস্টালজিয়ার মধ্যে শ্বাস নিচ্ছি ও বেঁচে রয়েছি । আমাদের শুটিংয়ের দিনগুলি ছিল ক্রিয়েটিভিটি ও আনন্দে ভরপুর । আমি কিছু করলে বা বললে সেটাকে নিয়ে তাঁরা মজা করতেন...এটাই ছিল রোজকার বিষয় ।"

োে্
সঞ্জনার পোস্ট

2014 সালের হলিউড ফিল্ম 'দা ফল্ট ইন আওয়ার স্টার্স'-এর হিন্দি রিমেক 'দিল বেচারা'। এই ছবিতে সুশান্ত ও সঞ্জনা ছাড়াও রয়েছেন স্বস্তিকা মুখার্জি ও শাশ্বত চ্যাটার্জি । ডিজ়নি প্লাস হটস্টারে 24 জুলাই মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.