মুম্বই : কয়েকদিন থেকেই সোশাল মিডিয়ার দরুন আঁচ করা গেছিল যে নেটফ্লিক্স কোনও বড় ঘোষণা করতে চলেছে । অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, ইয়ামি গৌতমের মতো তারকারা একটা ইঙ্গিত দিয়েছিলেন বটে, তবে পরিষ্কার করে কিছুই বোঝা যায়নি । আজ জানা গেল কী সেই বড় খবর ।
17 টি ভারতীয় প্রোজেক্ট মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে । কোরোনা উত্তর পরিস্থিতিতে সিনেমা হলের পরিবর্তে OTT প্ল্যাটফর্মেই ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা । এই 17 টি ফিল্মের মধ্যে রয়েছে 12 টি হিন্দি ছবিও । কী কী ছবি একবার দেখে নেওয়া যাক...
লুডো : অনুরাগ বসুর পরিচালনায় মাল্টিস্টারার ছবি 'লুডো' ।
তরবাজ় : সঞ্জয় দত্ত অভিনীত আর্মি ড্রামা 'তরবাজ়' ।
AK vs AK : অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপের রিভেঞ্জ ড্রামা 'AK vs AK' ।
ত্রিভঙ্গ : কাজল ও মিথিলা পালকর অভিনীত 'ত্রিভঙ্গ' ।
ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে : ভূমি পেদনেকর এবং কঙ্কনা সেন শর্মা অভিনীত 'ডলি কিটি ঔর ওহ চমকতে সিতারে' ।
ক্লাস অফ 83 : শাহরুখ খান প্রযোজিত ও ববি দেওল অভিনীত 'ক্লাস অফ 83' ।
গিনি ওয়েডস সানি : ইয়ামি গৌতম ও বিক্রান্ত মাসে অভিনীত 'গিনি ওয়েডস সানি' ।
সিরিয়াস মেন : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত 'সিরিয়াস মেন' ।
রাত আকেলি হ্যায় : এই ছবির হিরোই নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিই, সঙ্গে রাধিকা আপ্তে ।
বম্বে রোজ় : গীতাঞ্জলী রাও পরিচালিত অ্যানিমেটেড ছবি 'বম্বে রোজ়' ।
কালি খুহি : শাবান আজ়মি অভিনীত 'কালি খুহি' ।
গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল : দেশের প্রথম মহিলা এয়ারফোর্স অফিসার গুঞ্জন সাক্সেনার বায়োপিকে জাহ্নবী কাপুর ।
এছাড়াও রয়েছে কয়েকটি ড্রামা সিরিজ় । সেগুলি হল 'অ্যা সুইটেবল বয়', 'মাসাবা মাসাবা', 'মিসম্যাচড', 'ভাগ বিনি ভাগ' এবং 'বম্বে বেগমস' ।