মুম্বই : রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের ব্রেকআপ হয়ে গেছে বেশ কিছু বছর হল। তাঁরা দু'জনে এখন কোনও রকম তিক্ততা ছাড়াই নিজেদের জীবন নিয়ে খুশি। কিন্তু, কখনও কখনও পুরোনো কথা অবশ্যই মনে আসে। যেমন মনে পড়ল রণবীরের।
রণবীর জানালেন, "হ্যাঁ আমি এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। কোনও কারণে সেই সম্পর্কটা ওয়ার্ক করেনি আর আমাদের ব্রেক আপ হয়ে যায়। কিন্তু, আমার মনে হয় আমরা দু'জনেই খুব ম্যাচিওর্ড ছিলাম পুরো ব্যাপারটাকে সামলানোর জন্য। কোনও জটিলতা তৈরি হয়নি এটা নিয়ে।"
এই প্রসঙ্গে বলতে গিয়ে রণবীর বলেন যে, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মা নীতু কাপুরও দূরে ঠেলে দেন অভিনেতাকে। তবে এমন নয় যে রণবীর নিজে কোনও সম্পর্ক নিয়ে সিরিয়াস হতে চান না। তিনি বললেন, "যদি কারো সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়, তাহলে আমি অবশ্যই তাঁকে বিয়ে করব। কারণ অনেক সময় আমার ভিতরে একটা শূণ্যতা কাজ করে, আমার মনে হয় যে আমার কথা শেয়ার করার মতো কোনও মানুষ নেই। আমার মায়ের সঙ্গে সেই সব কথা শেয়ার করতে পারি না।"
আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়ে একটা গুঞ্জন চলছে চারিদিকে। দু'জনেক কেউ কখনও স্বীকার করেননি এই সম্পর্কের কথা। রণবীর নিজেও এদিন বললেন, "সেটল করার মতো কাউকে এখনও পাইনি।"