ETV Bharat / sitara

কোরোনা মুক্ত নীতু কাপুর - নীতু কাপুরের খবর

'যুগ যুগ জিও'-র সেটে কোরোনায় আক্রান্ত হয়েছেন নীতু কাপুর । তবে কয়েকদিনের মধ্যেই এল সুখবর । কোরোনা মুক্ত নীতু ।

neetu kapoor corona negative
neetu kapoor corona negative
author img

By

Published : Dec 11, 2020, 2:16 PM IST

মুম্বই : কোরোনাকে জয় করলেন নীতু কাপুর । গতকাল অর্থাৎ 10 ডিসেম্বর নীতু অফিশিয়ালি জানিয়েছিলেন যে তিনি কোরোনা আক্রান্ত । তবে আজই এল সুখবর । ভাইরাসকে হারিয়েছেন অভিনেত্রী ।

মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি খবরটি জানিয়েছেন সোশাল মিডিয়ায় । তিনি লিখেছেন, "এত ভালোবাসা আর প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ । আমার মায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আজ ।"

দেখে নিন ঋদ্ধিমার পোস্ট..

এদিকে 'যুগ যুগ জিও'-র সেটে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বরুণ ধাওয়ানও । তবে তিনি এখনও অবধি রোগমুক্তির কোনও খবর দেননি । আপাতত মুম্বইয়ের বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন অভিনেতা ।

মুম্বই : কোরোনাকে জয় করলেন নীতু কাপুর । গতকাল অর্থাৎ 10 ডিসেম্বর নীতু অফিশিয়ালি জানিয়েছিলেন যে তিনি কোরোনা আক্রান্ত । তবে আজই এল সুখবর । ভাইরাসকে হারিয়েছেন অভিনেত্রী ।

মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি খবরটি জানিয়েছেন সোশাল মিডিয়ায় । তিনি লিখেছেন, "এত ভালোবাসা আর প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ । আমার মায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আজ ।"

দেখে নিন ঋদ্ধিমার পোস্ট..

এদিকে 'যুগ যুগ জিও'-র সেটে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বরুণ ধাওয়ানও । তবে তিনি এখনও অবধি রোগমুক্তির কোনও খবর দেননি । আপাতত মুম্বইয়ের বাড়িতে কোয়ারানটিনে রয়েছেন অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.