ETV Bharat / sitara

পুরোনো ছবিতে ঋষির সঙ্গে নীতু, মন খারাপ অভিনেত্রীর - নীতু কাপুরের খবর

ঋষি কাপুরের সঙ্গে থ্রোব্যাক ছবি শেয়ার করলেন নীতু কাপুর । স্বাভাবিকভাবেই ছবির হারিয়ে যাওয়া টুকরোর জন্য মন খারাপ তাঁর ।

neetu kapoor shares picture with rishi kapoor
neetu kapoor shares picture with rishi kapoor
author img

By

Published : May 19, 2020, 11:55 PM IST

মুম্বই : বেশ কয়েকদিন কেটে গেছে ঋষি কাপুরের মৃত্যুর পর । কিন্তু, খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পাচ্ছেন না সকলের স্মৃতি থেকে । আপামর সিনেপ্রেমী মানুষই তাঁকে ভুলতে পারেননি এখনও, তো পরিবার তো কোন ছাড় !

নীতু কাপুর একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে এক ফ্রেমে পুরো পরিবার । ঋষি, নীতু, রণবীর, ঋদ্ধিমা ও তাঁর মেয়ে সামারা । একেবারে পিকচার পারফেক্ট যেন প্রত্যেকে ।

ক্যাপশনে নীতু লিখেছেন, "এই ছবিটা যদি এমনই সম্পূর্ণ থাকত..." আবেগপ্রবণ অভিনেত্রী । নীতুর পোস্টে অনেকেই শোকপ্রকাশ করেছেন । তাঁর কষ্টটা বোঝার চেষ্টা করেছেন.....

দেখে নিন..

মুম্বই : বেশ কয়েকদিন কেটে গেছে ঋষি কাপুরের মৃত্যুর পর । কিন্তু, খুব তাড়াতাড়ি তিনি মুক্তি পাচ্ছেন না সকলের স্মৃতি থেকে । আপামর সিনেপ্রেমী মানুষই তাঁকে ভুলতে পারেননি এখনও, তো পরিবার তো কোন ছাড় !

নীতু কাপুর একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । সেখানে এক ফ্রেমে পুরো পরিবার । ঋষি, নীতু, রণবীর, ঋদ্ধিমা ও তাঁর মেয়ে সামারা । একেবারে পিকচার পারফেক্ট যেন প্রত্যেকে ।

ক্যাপশনে নীতু লিখেছেন, "এই ছবিটা যদি এমনই সম্পূর্ণ থাকত..." আবেগপ্রবণ অভিনেত্রী । নীতুর পোস্টে অনেকেই শোকপ্রকাশ করেছেন । তাঁর কষ্টটা বোঝার চেষ্টা করেছেন.....

দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.