মুম্বই : বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর মা নীতুর কাছে চলে আসেন ঋদ্ধিমা । এখন তিনি মুম্বইতেই রয়েছেন । মাকে চোখে চোখে রাখছেন, প্রয়োজনে কড়া হতেও বাঁধছে না তাঁর । মেয়েকে এতটা কাছে পেয়ে প্রিয়জনকে হারানোর শোক অনেকটাই সামলে নিতে পেরেছেন নীতু ।
একটি সোশাল মিডিয়া পোস্টে নীতু নিজেই একথা লিখেছেন । গতকাল অর্থাৎ 15 সেপ্টেম্বর ঋদ্ধিমার জন্মদিনে আবেগঘন পোস্ট করে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন মা ।
নীতু লিখেছেন, "আমার এখনও মনে হয় ও সেই ছোট্টো মেয়েটিই রয়েছে । তবে শেষ কয়েকমাসে ওঁকে যেভাবে পেয়েছি আমি সেটা দারুণ । সবসময় আমায় বাজপাখির মতো নজরে রেখেছে, প্রয়োজনে কড়া ব্যবহারও করেছে ।"
ঋষির মৃত্যুর যন্ত্রণা মা-মেয়ে একসঙ্গে ভাগ করে নিয়েছেন, কমেছে কষ্ট । নীতু লিখেছেন, "আমরা একসঙ্গে কেঁদেছি, একসঙ্গে হেসেছি, একসঙ্গে স্ক্র্যাবল খেলেছি (যদিও বেশিরভাগ সময় ও হেরেছে) । ওঁর মতো আর কেউ হতে পারে না । চল্লিশের কোটায় স্বাগত কিউটনেস..."
কোরোনা পরিস্থিতির মধ্যেই একটা ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছিল কাপুর বাড়িতে । রণবীর-আলিয়া-করিনা-করিশ্মা সহ উপস্থিত ছিলেন পরিবারের লোকজন ।