ETV Bharat / sitara

সোশাল মিডিয়ার মাধ্যমে মেয়েকে লাঞ্চে নিমন্ত্রণ করলেন নীনা - নীনা গুপ্তর খবর

সোশাল মিডিয়ার মাধ্যমে মেয়ে মাসাবা গুপ্তকে লাঞ্চে নিমন্ত্রণ করলেন নীনা গুপ্ত । তাও আবার বিরিয়ানি খাওয়ার জন্য । মেয়ে বাড়িতে আসে না বলে কি একটু আক্ষেপও করলেন অভিনেত্রী ?

neena gupta invited masaba gupta
neena gupta invited masaba gupta
author img

By

Published : Oct 25, 2020, 11:57 AM IST

মুম্বই : নীনা গুপ্ত ও তাঁর মেয়ে মাসাবা গুপ্তের বন্ডিং বেশ জোরালো । তবে নানা কাজের চাপে মা-মেয়ের দেখা হয়নি অনেকদিন । তাই সোশাল মিডিয়ার মাধ্যমে মেয়েকে লাঞ্চে নিমন্ত্রণ করলেন অভিনেত্রী ।

আসলে মাসাবা আজ সকালে একটি ছবি পোস্ট করেছেন । বিরিয়ানি বানাতে গিয়ে ডাহা ফেল করেছেন তিনি । রান্নাটা একেবারেই মায়ের মতো হয়নি বলে আক্ষেপ করেছিলেন মাসাবা ।

সেই দেখে মায়ের মন গলে জল । নীনা উত্তরে লিখেছেন, "মায়ের মতো বিরিয়ানি চাইলে তো মায়ের বাড়িতে আসতে হবে তাই না ? আমি লাঞ্চে বানিয়ে দেব । চলে এস..."

বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার মাসাবা । তাঁর ব্র্যান্ড 'হাউজ় অফ মাসাবা'-র পোশাক পরেন সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াত , করিনা কাপুরের মতো তারকারা ।

মুম্বই : নীনা গুপ্ত ও তাঁর মেয়ে মাসাবা গুপ্তের বন্ডিং বেশ জোরালো । তবে নানা কাজের চাপে মা-মেয়ের দেখা হয়নি অনেকদিন । তাই সোশাল মিডিয়ার মাধ্যমে মেয়েকে লাঞ্চে নিমন্ত্রণ করলেন অভিনেত্রী ।

আসলে মাসাবা আজ সকালে একটি ছবি পোস্ট করেছেন । বিরিয়ানি বানাতে গিয়ে ডাহা ফেল করেছেন তিনি । রান্নাটা একেবারেই মায়ের মতো হয়নি বলে আক্ষেপ করেছিলেন মাসাবা ।

সেই দেখে মায়ের মন গলে জল । নীনা উত্তরে লিখেছেন, "মায়ের মতো বিরিয়ানি চাইলে তো মায়ের বাড়িতে আসতে হবে তাই না ? আমি লাঞ্চে বানিয়ে দেব । চলে এস..."

বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার মাসাবা । তাঁর ব্র্যান্ড 'হাউজ় অফ মাসাবা'-র পোশাক পরেন সোনম কাপুর, কঙ্গনা রানাওয়াত , করিনা কাপুরের মতো তারকারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.