মুম্বই : মাদক মামলায় ফের তলব করা হল দীপিকা পাডুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে । আগামীকাল তাঁকে নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে । আজ একথা জানান NCB-র জ়োনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিলেন তদন্তকারীরা । সেই সূত্র ধরে মাদক যোগের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় । এদিকে তদন্তের সময় করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । তারপরই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল করিশ্মাকে । 25 সেপ্টেম্বর তিনি হাজিরা দেন । বেশ কয়েক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা ।
এরপর 26 সেপ্টেম্বর NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন দীপিকা । পাশাপাশি একে একে NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, ফ্যাশন ডিজ়াইনার সিমন খাম্বাট্টা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি ।
তারপর থেকে আর কোনও তারকাকে সমন পাঠানো হয়নি NCB-র তরফে । তবে আগামীকাল ফের জিজ্ঞাসাবাদের জন্য করিশ্মা প্রকাশকে তলব করেছে তারা ।