বুধানা (উত্তরপ্রদেশ) : আগেই ডিভোর্সের নোটিশ পাঠিয়েছিলেন । আর এবার তিন মাস আগে দায়ের করা FIR-এর ভিত্তিতে উত্তরপ্রদেশের বুধানা থানায় নওয়াজ়উদ্দিন সিদ্দিকি ও শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে বয়ান রেকর্ড করলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি ।
আলিয়ার অভিযোগ, 2012 সালে সিদ্দিকি পরিবারের এক মহিলার শ্লীলতাহানি করেছিলেন নওয়াজ়র ভাই মিনহাজ়উদ্দিন সিদ্দিকি । এই ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের জানিয়েছিলেন আলিয়া । কিন্তু, মিনহাজ়উদ্দিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার পরিবর্তে আলিয়াকে তাঁরা বিষয়টি চেপে যেতে বলেছিলেন বলে অভিযোগ ।
27 জুন মুম্বইয়ের একটি থানায় স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে FIR দায়ের করেন আলিয়া । কিন্তু, FIR-এ অপরাধের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছিল নওয়াজ়ের দেশের বাড়ি যা উত্তরপ্রদেশের বুধানায় অবস্থিত । আর সেই কারণেই ওই মামলা মুম্বই থেকে বুধানা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয় । আজ বুধানা থানায় সেই বয়ানই রেকর্ড করেন আলিয়া ।
লকডাউনের মধ্যে মুম্বই থেকে বুধানা গিয়েছিলেন নওয়াজ় । ওই সময়টা পরিবারের সঙ্গেই কাটান তিনি । যদিও তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, যখন আলিয়া বয়ান রেকর্ডের জন্য বুধানা এসেছিলেন তখন নওয়াজ় বাড়িতে ছিলেন না । এখন আপাতত দেরাদুনে রয়েছেন অভিনেতা । আর বুধানায় আসার পর শ্বশুরবাড়ির সদ্যস্যদের সঙ্গে দেখাও করেননি আলিয়া ।