ETV Bharat / sitara

ক্লিনচিট পেতে পারেন নানা পাটেকর, মেনে নিতে পারছেন না তনুশ্রী - MeToo

নানা পাটেকরের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও নিশ্চিত প্রমাণ পায়নি পুলিশ। তনুশ্রী মনে করেন যে, সাক্ষীদের ভয় দেখানো হয়েছে।

নানা পাটেকর
author img

By

Published : May 15, 2019, 7:22 PM IST

মুম্বই : নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। বলিউড কেঁপে উঠেছিল সেই অভিযোগে। একটা আন্দোলনই শুরু হয়ে যায় বলিউডে এই অভিযোগের পর। আস্তে আস্তে অনেক নিগৃহীতা তাঁদের যৌন হেনস্থার কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। কিন্তু, যাঁর থেকে এই আন্দোলনের শুরু সেই নানা পাটেকর ক্লিনচিট পেয়ে যেতে পারেন বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। আর এই সিদ্ধান্তে নারাজ তনুশ্রী।

নানা পাটেকর
ছবি সংগৃহীত

তনুশ্রীর তোলা অভিযোগের কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কেউই এই অভিযোগকে কনফার্ম করতে পারেননি। কেউ এত বছর আগের ঘটনা মনে করতে পারেননি , তো কেউ আবার সম্পূর্ণ উলটো কথা বলেছেন।

এর প্রতিক্রিয়াস্বরূপ তনুশ্রী বলেছেন, "কে এই ১৫ জন সাক্ষী? তারা আমার তরফের না নানার তরফের? তারা যদি নানার বন্ধু হন, তাহলে কেন আমার বক্তব্যকে সত্যি বলবে?" তনুশ্রীর অভিযোগ পুলিশের দিকেও। তাঁরা কেন এত দেরি করে কাজ করেছেন, সেই নিয়ে ক্ষোভ রয়েছে তনুশ্রীর মনে।

নানা পাটেকর
তনুশ্রী

তবুও আশা ছাড়তে রাজি নন তনুশ্রী। তিনি বিশ্বাস করেন অপরাধী ঠিক একদিন শাস্তি পাবে। আর অন্যদিকে খুশি নানার অনুরাগীরা।

মুম্বই : নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। বলিউড কেঁপে উঠেছিল সেই অভিযোগে। একটা আন্দোলনই শুরু হয়ে যায় বলিউডে এই অভিযোগের পর। আস্তে আস্তে অনেক নিগৃহীতা তাঁদের যৌন হেনস্থার কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। কিন্তু, যাঁর থেকে এই আন্দোলনের শুরু সেই নানা পাটেকর ক্লিনচিট পেয়ে যেতে পারেন বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। আর এই সিদ্ধান্তে নারাজ তনুশ্রী।

নানা পাটেকর
ছবি সংগৃহীত

তনুশ্রীর তোলা অভিযোগের কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কেউই এই অভিযোগকে কনফার্ম করতে পারেননি। কেউ এত বছর আগের ঘটনা মনে করতে পারেননি , তো কেউ আবার সম্পূর্ণ উলটো কথা বলেছেন।

এর প্রতিক্রিয়াস্বরূপ তনুশ্রী বলেছেন, "কে এই ১৫ জন সাক্ষী? তারা আমার তরফের না নানার তরফের? তারা যদি নানার বন্ধু হন, তাহলে কেন আমার বক্তব্যকে সত্যি বলবে?" তনুশ্রীর অভিযোগ পুলিশের দিকেও। তাঁরা কেন এত দেরি করে কাজ করেছেন, সেই নিয়ে ক্ষোভ রয়েছে তনুশ্রীর মনে।

নানা পাটেকর
তনুশ্রী

তবুও আশা ছাড়তে রাজি নন তনুশ্রী। তিনি বিশ্বাস করেন অপরাধী ঠিক একদিন শাস্তি পাবে। আর অন্যদিকে খুশি নানার অনুরাগীরা।

Intro:Body:

ক্লিনচিট পেতে পারেন নানা পাটেকর, মেনে নিতে পারছেন না তনুশ্রী

নানা পাটেকরের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও নিশ্চিত প্রমাণ পায়নি পুলিশ। তনুশ্রী মনে করেন যে, সাক্ষীদের ভয় দেখানো হয়েছে।

মুম্বই : নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী দত্ত। বলিউড কেঁপে উঠেছিল সেই অভিযোগে। একটা আন্দোলনই শুরু হয়ে যায় বলিউডে এই অভিযোগের পর। আস্তে আস্তে অনেক নিগৃহীতা তাঁদের যৌন হেনস্থার কথা মিডিয়ার সামনে তুলে ধরেন। কিন্তু, যাঁর থেকে এই আন্দোলনের শুরু সেই নানা পাটেকর ক্লিনচিট পেয়ে যেতে পারেন বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। আর এই সিদ্ধান্তে নারাজ তনুশ্রী।

তনুশ্রীর তোলা অভিযোগের কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে কেউই এই অভিযোগকে কনফার্ম করতে পারেননি। কেউ এত বছর আগের ঘটনা মনে করতে পারেননি , তো কেউ আবার সম্পূর্ণ উলটো কথা বলেছেন।  

তনুশ্রী বলেছেন, "কে এই ১৫ জন সাক্ষী? তারা আমার তরফের না নানার তরফের? তারা যদি নানার বন্ধু হন, তাহলে কী করে আমার বক্তব্যকে সত্যি বলবে?" তনুশ্রীর অভিযোগ পুলিশের দিকেও। তাঁরা কেন এত দেরি করে কাজ করেছেন, সেই নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর ভিতর।

তবুও আশা ছাড়তে রাজি নন তনুশ্রী। তিনি বিশ্বাস করেন অপরাধী ঠিক একদিন শাস্তি পাবে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.