ETV Bharat / sitara

"সিক্স প্যাক অ্যাবসের কাছে বক্স অফিসে পরাজিত হয়েছিল বাবা"

author img

By

Published : Jul 8, 2020, 5:26 PM IST

নেপোটিজ়ম নিয়ে সম্প্রতি মন্তব্য করলেন ইরফান খানের ছেলে বাবিল ।

sdf
sdf

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে বিতর্কটা নতুন কিছু নয় । এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকেই । আর এবার এই নিয়ে মন্তব্য করতে দেখা গেল ইরফান খানের ছেলে বাবিলকে । বলিউডকে বিশ্ব চলচ্চিত্রের উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন ইরফান । কিন্তু, সিক্স প্যাক অ্যাবসের কাছে বক্স অফিসে পরাজিত হন তিনি । এভাবেই বলিউডের প্রথম সারির একাধিক তারকার সমালোচনা করেন বাবিল ।

সম্প্রতি ইরফানের সঙ্গে তোলা ছোটোবেলার একটি ছবি শেয়ার করেন বাবিল । এছাড়া ইরফানের একটা ছবিও শেয়ার করতে দেখা যায় তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "সিনেমার একজন ছাত্র হিসেবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে শিখিয়েছিল বাবা । ফিল্ম স্কুলে যাওয়ার আগে তিনি আমাকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিশ্ব চলচ্চিত্রে বলিউডকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না । তাই আমাকে ভারতীয় সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে হবে । যা শুধুমাত্র বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয় ।"

বাবার এই সতর্কবাণী কীভাবে সত্য হয়েছিল সেই কথাও পোস্টে উল্লেখ করেন বাবিল । লেখেন, "দুর্ভাগ্যক্রমে, এটি ঘটেছিল । 60 ও 90-এর দশকের ভারতীয় সিনেমা সম্পর্কে কেউই অবগত ছিলেন না । বিশ্ব চলচ্চিত্র পড়ানোর সময় কেবলমাত্র একটা অংশ পড়ানো হয়েছিল যেখানে ভারতীয় চলচ্চিত্রের মধ্যে 'বলিউড অ্যান্ড বেয়ন্ড' বলে অধ্যায় ছিল ।"

তিনি আরও লেখেন, "তবে কেন জানেন এইরকমটা হয়ে থাকে ? আসলে এটা হয় শুধুমাত্র আমাদের মতো ভারতীয় দর্শকদের জন্য । অভিনয়ের শিল্পকে বোঝানোর জন্য আমার বাবা গোটা জীবনটাই কাটিয়ে দিল । কিন্তু, তার সব প্রয়াসই বক্স অফিসে পরাজিত হয় সিক্স প্যাক অ্যাবসের কাছে । ফোটোশপ করা আইটেম গান, যৌনতা ও পুরোনো প্রচলিত উপস্থাপনার কাছে বাবার এই প্রয়াস পরাজিত হয় । আসলে দর্শক হিসেবে আমরা এগুলো দেখতে পছন্দ করি ।"

যদি এখন অনেক পরিবর্তন হচ্ছে বলেও মনে করেন বাবিল । তিনি লেখেন, "kfছু পরিবর্তন হচ্ছে । নতুন প্রজন্ম নতুন মানে খুঁজে চলেছে । আমাদের নিজেদের জাগায় ঠিক থাকা দরকার । কালকি কেঁকলা যখন ছোটো করে চুল কাটলেন তখন তাঁকে ছেলেদের মতো দেখতে লাগছে বলে ট্রোল করা হয়েছিল । তখন খুবই খারাপ লেগেছিল ।"

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে বিতর্কটা নতুন কিছু নয় । এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকেই । আর এবার এই নিয়ে মন্তব্য করতে দেখা গেল ইরফান খানের ছেলে বাবিলকে । বলিউডকে বিশ্ব চলচ্চিত্রের উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন ইরফান । কিন্তু, সিক্স প্যাক অ্যাবসের কাছে বক্স অফিসে পরাজিত হন তিনি । এভাবেই বলিউডের প্রথম সারির একাধিক তারকার সমালোচনা করেন বাবিল ।

সম্প্রতি ইরফানের সঙ্গে তোলা ছোটোবেলার একটি ছবি শেয়ার করেন বাবিল । এছাড়া ইরফানের একটা ছবিও শেয়ার করতে দেখা যায় তাঁকে । তার ক্যাপশনে লেখেন, "সিনেমার একজন ছাত্র হিসেবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে শিখিয়েছিল বাবা । ফিল্ম স্কুলে যাওয়ার আগে তিনি আমাকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বিশ্ব চলচ্চিত্রে বলিউডকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না । তাই আমাকে ভারতীয় সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে হবে । যা শুধুমাত্র বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয় ।"

বাবার এই সতর্কবাণী কীভাবে সত্য হয়েছিল সেই কথাও পোস্টে উল্লেখ করেন বাবিল । লেখেন, "দুর্ভাগ্যক্রমে, এটি ঘটেছিল । 60 ও 90-এর দশকের ভারতীয় সিনেমা সম্পর্কে কেউই অবগত ছিলেন না । বিশ্ব চলচ্চিত্র পড়ানোর সময় কেবলমাত্র একটা অংশ পড়ানো হয়েছিল যেখানে ভারতীয় চলচ্চিত্রের মধ্যে 'বলিউড অ্যান্ড বেয়ন্ড' বলে অধ্যায় ছিল ।"

তিনি আরও লেখেন, "তবে কেন জানেন এইরকমটা হয়ে থাকে ? আসলে এটা হয় শুধুমাত্র আমাদের মতো ভারতীয় দর্শকদের জন্য । অভিনয়ের শিল্পকে বোঝানোর জন্য আমার বাবা গোটা জীবনটাই কাটিয়ে দিল । কিন্তু, তার সব প্রয়াসই বক্স অফিসে পরাজিত হয় সিক্স প্যাক অ্যাবসের কাছে । ফোটোশপ করা আইটেম গান, যৌনতা ও পুরোনো প্রচলিত উপস্থাপনার কাছে বাবার এই প্রয়াস পরাজিত হয় । আসলে দর্শক হিসেবে আমরা এগুলো দেখতে পছন্দ করি ।"

যদি এখন অনেক পরিবর্তন হচ্ছে বলেও মনে করেন বাবিল । তিনি লেখেন, "kfছু পরিবর্তন হচ্ছে । নতুন প্রজন্ম নতুন মানে খুঁজে চলেছে । আমাদের নিজেদের জাগায় ঠিক থাকা দরকার । কালকি কেঁকলা যখন ছোটো করে চুল কাটলেন তখন তাঁকে ছেলেদের মতো দেখতে লাগছে বলে ট্রোল করা হয়েছিল । তখন খুবই খারাপ লেগেছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.