মুম্বই : সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং কঙ্গনা রানাওয়াত । প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি খবর তৈরি করছেন কোনও না কোনওভাবে । সম্প্রতি শোনা গেছিল যে, কঙ্গনার অফিসে BMC-র কর্মীরা হানা দিয়েছে । এই ঘটনায় কঙ্গনা দমবেন না, বরং ফের নতুন করে শুরু করবেন অভিনেত্রী । জানালেন সোশাল মিডিয়ায় ।
নিজের টুইটারে কঙ্গনা লিখেছেন, "মুভি মাফিয়ারা নিজেদের ক্ষমতা খাটিয়ে তোমার মুখ বন্ধ করতে পারে, বাড়ি ভেঙে দিতে পারে । সেটা করে সাময়িক আনন্দ পাবে তারা । তবে যারা বুদ্ধিমান তারা জানে যে, আমার শেষ থেকেই আমার শুরু হয় । তোমরা আমায় শেষ করলে, আমি অন্য কোথাও থেকে আবার জেগে উঠব ।"
আর সেটা 'মুভি মাফিয়া'-দের আরও বেশি করে আঘাত করবে...গর্জন কঙ্গনার । দেখে নিন তাঁর টুইট...
9 সেপ্টেম্বর মুম্বই ফিরবেন কঙ্গনা রানাওয়াত । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাঁকে Y ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করা হবে । সেই নিয়েও গুঞ্জন কম হচ্ছে না সোশাল মিডিয়ায় ।