ETV Bharat / sitara

বিধু বিনোদ চোপড়ার পরবর্তী ছবি 'মুন্না ভাই 3' - Munna Bhai

7 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'শিকারা'। আর এখন থেকেই পরবর্তী ছবির চিন্তা শুরু করে দিয়েছেন বিধু বিনোদ চোপড়া । তাঁর পরবর্তী ছবি 'মুন্না ভাই 3'।

dfg
dfg
author img

By

Published : Feb 2, 2020, 7:33 PM IST

মুম্বই : সামনেই মুক্তি পাবে 'শিকারা'। কাশ্মিরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার গল্প নিয়ে তৈরি ছবিটি । পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া । যদিও এখন ওই ছবি ছাড়াও 'মুন্না ভাই 3' নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন পরিচাক । এখন একটা মজার ছবি বানাতে চান তিনি । 'শিকারা'-র প্রচারে গিয়ে নিজেই সেকথা জানান ।

পরিচালক বলেন, "আমি এখন 'মুন্না ভাই' বানাতে চাই । কারণ 'শিকারা' খুবই পরিশ্রমের ছবি ছিল । আর আমার মনের খুব কাছের । এখন আমি একটি মজার ছবি তৈরি করতে চাইছি । অনেক দিন ধরেই 'মুন্না ভাই' করার কথা চিন্তা করছি । অবশেষে আমাদের কাছে এমন কিছু বিষয় এসেছে যা আমি বানাতে চাই ।"

2003 সালে মুক্তি পেয়েছিল 'মুন্না ভাই MBBS' ও 2006 সালে মুক্তি পায় 'লাগে রাহো মুন্না ভাই'। ব্লকবাস্টার দুটি ছবি পরিচালনা করেন রাজকুমার হিরানি । অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি । আর এই ছবিতেও সঞ্জয় দত্ত থাকবেন বলে জানিয়েছেন পরিচালক । এমনকী, অন্য অভিনেতারাও থাকবেন বলে সাক্ষাৎকারে জানান তিনি ।

তবে কবে মুক্তি পাবে এই ছবি ? এর উত্তরে পরিচালক বলেন, "এখন কীভাবে বলব ? আমি 10 ফেব্রুয়ারি থেকে এর উপরে কাজ শুরু করব । একটা আইডিয়া মাথায় এসেছে কিন্তু, আগে তার উপর কাজ করতে হবে । ছবিটি বানাতে কতদিন সময় লাগবে সেটা বলতে পারব না । তবে আমি এর উপর ছবি করতে চাই । কারণ আমি যেখানেই যাই না কেন সবাই আমাকে এর বিষয়ে জিজ্ঞাসা করে । তাই দর্শক হতাশ হওয়ার আগেই আমি এই বিষয়ে ছবি তৈরি করতে চাইছি ।"

মুম্বই : সামনেই মুক্তি পাবে 'শিকারা'। কাশ্মিরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার গল্প নিয়ে তৈরি ছবিটি । পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া । যদিও এখন ওই ছবি ছাড়াও 'মুন্না ভাই 3' নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন পরিচাক । এখন একটা মজার ছবি বানাতে চান তিনি । 'শিকারা'-র প্রচারে গিয়ে নিজেই সেকথা জানান ।

পরিচালক বলেন, "আমি এখন 'মুন্না ভাই' বানাতে চাই । কারণ 'শিকারা' খুবই পরিশ্রমের ছবি ছিল । আর আমার মনের খুব কাছের । এখন আমি একটি মজার ছবি তৈরি করতে চাইছি । অনেক দিন ধরেই 'মুন্না ভাই' করার কথা চিন্তা করছি । অবশেষে আমাদের কাছে এমন কিছু বিষয় এসেছে যা আমি বানাতে চাই ।"

2003 সালে মুক্তি পেয়েছিল 'মুন্না ভাই MBBS' ও 2006 সালে মুক্তি পায় 'লাগে রাহো মুন্না ভাই'। ব্লকবাস্টার দুটি ছবি পরিচালনা করেন রাজকুমার হিরানি । অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি । আর এই ছবিতেও সঞ্জয় দত্ত থাকবেন বলে জানিয়েছেন পরিচালক । এমনকী, অন্য অভিনেতারাও থাকবেন বলে সাক্ষাৎকারে জানান তিনি ।

তবে কবে মুক্তি পাবে এই ছবি ? এর উত্তরে পরিচালক বলেন, "এখন কীভাবে বলব ? আমি 10 ফেব্রুয়ারি থেকে এর উপরে কাজ শুরু করব । একটা আইডিয়া মাথায় এসেছে কিন্তু, আগে তার উপর কাজ করতে হবে । ছবিটি বানাতে কতদিন সময় লাগবে সেটা বলতে পারব না । তবে আমি এর উপর ছবি করতে চাই । কারণ আমি যেখানেই যাই না কেন সবাই আমাকে এর বিষয়ে জিজ্ঞাসা করে । তাই দর্শক হতাশ হওয়ার আগেই আমি এই বিষয়ে ছবি তৈরি করতে চাইছি ।"

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.