ETV Bharat / sitara

মুমতাজ়ের মৃত্য়ুর খবর ভুয়ো , সুস্থ আছেন অভিনেত্রী - tanya madhvani

সুস্থ আছেন অভিনেত্রী মুমতাজ়। মৃত্যুর খবর উড়য়ে জানালেন মুমতাজ়ের ছোটো মেয়ে তানিয়া মাধবানি।

মুমতাজ় ও তানিয়া মাধবানি
author img

By

Published : May 4, 2019, 2:43 PM IST

লন্ডন : সোশাল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছিল গতকাল। তাতে লেখা, অভিনেত্রী মুমতাজ় আর নেই। কিছু বুঝে ওঠার আগেই বিষয়টি ছড়িয়ে পড়ে। যদিও মুমতাজ়ের পরিবারের সদস্যারা তাঁর মৃত্যুর খবরকে ভুয়ো বলে জানিয়েছেন।

পরিচালক মিলাপ জ়াভরি মুমতাজ়ের মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, "মুমতাজ় আন্টি জীবিত এবং একেবারেই সুস্থ। এই মাত্র ওনার সঙ্গে ও ওনার ভাইপোর সঙ্গে কথা হয়েছে। উনি চান যে এই গুজবটা বন্ধ হোক।"

এর কিছুক্ষণ পরই মুমতাজ়ের ছোটো মেয়ে তানিয়া জানান যে তাঁর মায়ের মৃত্যুর খবর একেবারে মিথ্যে। পাশাপাশি তিনি জানান মুমতাজ় লন্ডনে আছে। ষাটের দশকের কিংবদন্তী অভিনেত্রী ইন্ডাস্ট্রি থেকে অবসর নিয়েছেন অনেকদিন। একাধিক ছবি উপহার দিয়েছেন। 'খিলোনা'-র জন্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।

কী বললেন মুমতাজ়ের মেয়ে, দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো সৌজন্য ইনস্টাগ্রাম

লন্ডন : সোশাল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছিল গতকাল। তাতে লেখা, অভিনেত্রী মুমতাজ় আর নেই। কিছু বুঝে ওঠার আগেই বিষয়টি ছড়িয়ে পড়ে। যদিও মুমতাজ়ের পরিবারের সদস্যারা তাঁর মৃত্যুর খবরকে ভুয়ো বলে জানিয়েছেন।

পরিচালক মিলাপ জ়াভরি মুমতাজ়ের মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, "মুমতাজ় আন্টি জীবিত এবং একেবারেই সুস্থ। এই মাত্র ওনার সঙ্গে ও ওনার ভাইপোর সঙ্গে কথা হয়েছে। উনি চান যে এই গুজবটা বন্ধ হোক।"

এর কিছুক্ষণ পরই মুমতাজ়ের ছোটো মেয়ে তানিয়া জানান যে তাঁর মায়ের মৃত্যুর খবর একেবারে মিথ্যে। পাশাপাশি তিনি জানান মুমতাজ় লন্ডনে আছে। ষাটের দশকের কিংবদন্তী অভিনেত্রী ইন্ডাস্ট্রি থেকে অবসর নিয়েছেন অনেকদিন। একাধিক ছবি উপহার দিয়েছেন। 'খিলোনা'-র জন্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।

কী বললেন মুমতাজ়ের মেয়ে, দেখুন ভিডিয়োয়...

ভিডিয়ো সৌজন্য ইনস্টাগ্রাম
Intro:Body:

মুমতাজ়ের মৃত্য়ুর খবর ভুয়ো , সুস্থ আছেন অভিনেত্রী



সুস্থ আছেন অভিনেত্রী মুমতাজ়। মৃত্যুর খবর উড়য়ে জানালেন মুমতাজ়ের ছোটো মেয়ে তানিয়া মাধবানি।



লন্ডন : সোশাল মিডিয়ায় একটি খবর ছড়িয়েছিল গতকাল। তাতে লেখা, অভিনেত্রী মুমতাজ় আর নেই। কিছু বুঝে ওঠার আগেই বিষয়টি ছড়িয়ে পড়ে। যদিও মুমতাজ়ের পরিবারের সদস্যারা তাঁর মৃত্যুর খবরকে ভুয়ো বলে জানিয়েছেন।



পরিচালক মিলাপ জ়াভরি মুমতাজ়ের মৃত্যুর খবর ভুয়ো বলে জানিয়ে টুইট করেন। তিনি লেখেন, "মুমতাজ় আন্টি জীবিত এবং একেবারেই সুস্থ। এই মাত্র ওনার সঙ্গে ও ওনার ভাইপোর সঙ্গে কথা হয়েছে। উনি চান যে এই গুজবটা বন্ধ হোক।"



এর কিছুক্ষণ পরই মুমতাজ়ের ছোটো মেয়ে তানিয়া জানান যে তাঁর মায়ের মৃত্যুর খবর একেবারে মিথ্যে। কী বললেন তাঁর মেয়ে, দেখুন ভিডিয়োয়...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.