ETV Bharat / sitara

যারা আমাদের তদন্তের সমালোচনা করেছিলেন,তাদের নিজস্ব স্বার্থ ছিল : মুম্বই পুলিশ

মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং জানালেন যে, মুম্বই পুলিশ যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছিল । তবে কিছু মানুষ, নিজেদের স্বার্থে মুম্বই পুলিশের বিরুদ্ধে জেনেবুঝে এক নেগেটিভ ক্যাম্পেন করেছিল, মুম্বই পুলিশকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করেছিল । তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পরম বীর ।

Mumbai Police on SSR death
Mumbai Police on SSR death
author img

By

Published : Oct 5, 2020, 4:27 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কোনও খুন নয়, আত্মহত্যা..জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে । কিন্তু, অনেকেই এই থিওরি মানতে রাজি নন । তবে আশ্চর্যের বিষয় হল, মুম্বই পুলিশও সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে একই কথা বলেছিল । সেই সময়ও এক শ্রেণীর মানুষ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল এবং CBI-এর তদন্তের দাবি করেছিল ।

এই প্রসঙ্গে মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ANI-কে বলেন, "আমরা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছিলাম । এখন তো শুনছি AIIMS-এর রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাই বলা হয়েছে । এটা জেনে আমরা একটুও অবাক হইনি, কারণ আমরা একই কথা বলেছিলাম তখন ।"

তিনি আরও বলেন, "আমাদের রিপোর্ট খুব কনফিডেনশিয়াল ছিল । পাঁচ-ছ'জন ছাড়া তা আর কেউ দেখতে পায়নি । এক শ্রেণীর মানুষ, যারা আমাদের তদন্তের সমালোচনা করেছিলেন সেই সময়, তারা রিপোর্ট না দেখে কী করে বিরোধীতা করতে শুরু করলেন ? কারণ তারা নিজেদের স্বার্থে এটা করেছিলেন । এর পিছনে একটা ক্যাম্পেন কাজ করছিল ।"

CBI-এর উপর ভরসা রেখে পরম বীর বললেন যে, "আশা করব CBI পেশাদারিত্বের সঙ্গেই তদন্ত চালাচ্ছে এবং সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আনবে তারা ।" ভিডিয়োয় শুনে নিন কমিশনারের বক্তব্য...

দেখুন ভিডিয়ো..

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কোনও খুন নয়, আত্মহত্যা..জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে । কিন্তু, অনেকেই এই থিওরি মানতে রাজি নন । তবে আশ্চর্যের বিষয় হল, মুম্বই পুলিশও সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে একই কথা বলেছিল । সেই সময়ও এক শ্রেণীর মানুষ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল এবং CBI-এর তদন্তের দাবি করেছিল ।

এই প্রসঙ্গে মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ANI-কে বলেন, "আমরা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছিলাম । এখন তো শুনছি AIIMS-এর রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাই বলা হয়েছে । এটা জেনে আমরা একটুও অবাক হইনি, কারণ আমরা একই কথা বলেছিলাম তখন ।"

তিনি আরও বলেন, "আমাদের রিপোর্ট খুব কনফিডেনশিয়াল ছিল । পাঁচ-ছ'জন ছাড়া তা আর কেউ দেখতে পায়নি । এক শ্রেণীর মানুষ, যারা আমাদের তদন্তের সমালোচনা করেছিলেন সেই সময়, তারা রিপোর্ট না দেখে কী করে বিরোধীতা করতে শুরু করলেন ? কারণ তারা নিজেদের স্বার্থে এটা করেছিলেন । এর পিছনে একটা ক্যাম্পেন কাজ করছিল ।"

CBI-এর উপর ভরসা রেখে পরম বীর বললেন যে, "আশা করব CBI পেশাদারিত্বের সঙ্গেই তদন্ত চালাচ্ছে এবং সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আনবে তারা ।" ভিডিয়োয় শুনে নিন কমিশনারের বক্তব্য...

দেখুন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.