মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কোনও খুন নয়, আত্মহত্যা..জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে । কিন্তু, অনেকেই এই থিওরি মানতে রাজি নন । তবে আশ্চর্যের বিষয় হল, মুম্বই পুলিশও সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে একই কথা বলেছিল । সেই সময়ও এক শ্রেণীর মানুষ এই সিদ্ধান্তের বিরোধীতা করেছিল এবং CBI-এর তদন্তের দাবি করেছিল ।
এই প্রসঙ্গে মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ANI-কে বলেন, "আমরা যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছিলাম । এখন তো শুনছি AIIMS-এর রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাই বলা হয়েছে । এটা জেনে আমরা একটুও অবাক হইনি, কারণ আমরা একই কথা বলেছিলাম তখন ।"
তিনি আরও বলেন, "আমাদের রিপোর্ট খুব কনফিডেনশিয়াল ছিল । পাঁচ-ছ'জন ছাড়া তা আর কেউ দেখতে পায়নি । এক শ্রেণীর মানুষ, যারা আমাদের তদন্তের সমালোচনা করেছিলেন সেই সময়, তারা রিপোর্ট না দেখে কী করে বিরোধীতা করতে শুরু করলেন ? কারণ তারা নিজেদের স্বার্থে এটা করেছিলেন । এর পিছনে একটা ক্যাম্পেন কাজ করছিল ।"
CBI-এর উপর ভরসা রেখে পরম বীর বললেন যে, "আশা করব CBI পেশাদারিত্বের সঙ্গেই তদন্ত চালাচ্ছে এবং সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আনবে তারা ।" ভিডিয়োয় শুনে নিন কমিশনারের বক্তব্য...