ETV Bharat / sitara

"মহারাষ্ট্র পুলিশকে ভরসা করা যায় না", সুশান্তের মৃত্যুতে মন্তব্য তনুশ্রীর - Mumbai Police

এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে মন্তব্য করলেন তনুশ্রী দত্ত । সম্প্রতি ইনস্টাগ্রামে প্রায় 2 ঘণ্টার ভিডিয়ো বার্তা পোস্ট করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Aug 2, 2020, 4:11 PM IST

মুম্বই : এক সময় মিটু আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ফিল্ম ইন্ডাস্ট্রি । বলিউডে এই আন্দোলন ঢুকে পড়ে তনুশ্রী দত্তর হাত ধরে । আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়েও মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রীকে । পাশাপাশি মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা না করার কথাও বলেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আসেন তনুশ্রী । সেখানে তিনি বলেন, "সঠিক তদন্তের জন্য মুম্বই পুলিশের উপর কখনও ভরসা করা যায় না । এই ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে । এখন যে সবাইকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হচ্ছে সেটা সম্পূর্ণ লোক দেখানো বিষয় । কারণ এই বিষয়টা নিয়ে এখন সবথেকে বেশি চর্চা করা হচ্ছে । এখানে CBI-এর পদক্ষেপ করা দরকার । আসলে এই ধরনের ঘটনার সঙ্গে কোনও একজন বা একটা গোষ্ঠী যুক্ত থাকে না । এর পিছনে আরও অনেক কিছুই জড়িয়ে থাকে । সেটা খুঁজে বের করা খুবই দরকার ।"

বলিউডে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তনুশ্রী বলেন, "আমার ক্ষেত্রেও এই একই ঘটেছিল । তারা কয়েক মাস ধরে তদন্ত করার ভান করছিল । FIR, প্রমাণ জোগার করা, সাক্ষীদের নিয়ে আসা, ভিডিয়ো ফুটেজ খুঁজে বের করা এসবে আমি অনেকটা সময় ও শক্তি ক্ষয় করে ফেলেছি । যদিও চূড়ান্ত রিপোর্টে তারা সেই সব প্রমাণগুলোকে নিতেই অস্বীকার করে । সেখান থেকে বেরিয়ে এসে আমি বেঁচে গিয়েছি । কারণ বেশিদিন বিষয়টা সহ্য করতে পারতাম না । এরপর কী হল কে জানে ! ওই ধরনের একটা খারাপ পরিবেশের মধ্যে থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত । খারাপ লাগে যে সুশান্ত সেখান থেকে বের হতে পারেননি ।"

তনুশ্রীর মতে, "বলিউডে এমন কিছু মানুষ আছেন যাঁরা সাফল্যের চূড়ায় বসে রয়েছেন আর কয়েকজনের ক্যারিয়ারকে পুরো শেষ করে দিচ্ছেন ।"

মুম্বই : এক সময় মিটু আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ফিল্ম ইন্ডাস্ট্রি । বলিউডে এই আন্দোলন ঢুকে পড়ে তনুশ্রী দত্তর হাত ধরে । আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়েও মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রীকে । পাশাপাশি মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা না করার কথাও বলেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আসেন তনুশ্রী । সেখানে তিনি বলেন, "সঠিক তদন্তের জন্য মুম্বই পুলিশের উপর কখনও ভরসা করা যায় না । এই ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে । এখন যে সবাইকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হচ্ছে সেটা সম্পূর্ণ লোক দেখানো বিষয় । কারণ এই বিষয়টা নিয়ে এখন সবথেকে বেশি চর্চা করা হচ্ছে । এখানে CBI-এর পদক্ষেপ করা দরকার । আসলে এই ধরনের ঘটনার সঙ্গে কোনও একজন বা একটা গোষ্ঠী যুক্ত থাকে না । এর পিছনে আরও অনেক কিছুই জড়িয়ে থাকে । সেটা খুঁজে বের করা খুবই দরকার ।"

বলিউডে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তনুশ্রী বলেন, "আমার ক্ষেত্রেও এই একই ঘটেছিল । তারা কয়েক মাস ধরে তদন্ত করার ভান করছিল । FIR, প্রমাণ জোগার করা, সাক্ষীদের নিয়ে আসা, ভিডিয়ো ফুটেজ খুঁজে বের করা এসবে আমি অনেকটা সময় ও শক্তি ক্ষয় করে ফেলেছি । যদিও চূড়ান্ত রিপোর্টে তারা সেই সব প্রমাণগুলোকে নিতেই অস্বীকার করে । সেখান থেকে বেরিয়ে এসে আমি বেঁচে গিয়েছি । কারণ বেশিদিন বিষয়টা সহ্য করতে পারতাম না । এরপর কী হল কে জানে ! ওই ধরনের একটা খারাপ পরিবেশের মধ্যে থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত । খারাপ লাগে যে সুশান্ত সেখান থেকে বের হতে পারেননি ।"

তনুশ্রীর মতে, "বলিউডে এমন কিছু মানুষ আছেন যাঁরা সাফল্যের চূড়ায় বসে রয়েছেন আর কয়েকজনের ক্যারিয়ারকে পুরো শেষ করে দিচ্ছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.