মুম্বই : এক সময় মিটু আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ফিল্ম ইন্ডাস্ট্রি । বলিউডে এই আন্দোলন ঢুকে পড়ে তনুশ্রী দত্তর হাত ধরে । আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়েও মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রীকে । পাশাপাশি মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা না করার কথাও বলেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আসেন তনুশ্রী । সেখানে তিনি বলেন, "সঠিক তদন্তের জন্য মুম্বই পুলিশের উপর কখনও ভরসা করা যায় না । এই ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে । এখন যে সবাইকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হচ্ছে সেটা সম্পূর্ণ লোক দেখানো বিষয় । কারণ এই বিষয়টা নিয়ে এখন সবথেকে বেশি চর্চা করা হচ্ছে । এখানে CBI-এর পদক্ষেপ করা দরকার । আসলে এই ধরনের ঘটনার সঙ্গে কোনও একজন বা একটা গোষ্ঠী যুক্ত থাকে না । এর পিছনে আরও অনেক কিছুই জড়িয়ে থাকে । সেটা খুঁজে বের করা খুবই দরকার ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বলিউডে নিজের অভিজ্ঞতা সম্পর্কে তনুশ্রী বলেন, "আমার ক্ষেত্রেও এই একই ঘটেছিল । তারা কয়েক মাস ধরে তদন্ত করার ভান করছিল । FIR, প্রমাণ জোগার করা, সাক্ষীদের নিয়ে আসা, ভিডিয়ো ফুটেজ খুঁজে বের করা এসবে আমি অনেকটা সময় ও শক্তি ক্ষয় করে ফেলেছি । যদিও চূড়ান্ত রিপোর্টে তারা সেই সব প্রমাণগুলোকে নিতেই অস্বীকার করে । সেখান থেকে বেরিয়ে এসে আমি বেঁচে গিয়েছি । কারণ বেশিদিন বিষয়টা সহ্য করতে পারতাম না । এরপর কী হল কে জানে ! ওই ধরনের একটা খারাপ পরিবেশের মধ্যে থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত । খারাপ লাগে যে সুশান্ত সেখান থেকে বের হতে পারেননি ।"
তনুশ্রীর মতে, "বলিউডে এমন কিছু মানুষ আছেন যাঁরা সাফল্যের চূড়ায় বসে রয়েছেন আর কয়েকজনের ক্যারিয়ারকে পুরো শেষ করে দিচ্ছেন ।"