ETV Bharat / sitara

26/11 হামলায় ডাক্তারদের ভূমিকা কী ছিল ? বলবে 'মুম্বই ডায়রিজ়' - amazon web series on mumbai terror attack

26/11 হামলায় আমরা হামলাকারীদের কথা শুনেছি । শহিদ ও লড়াকু অফিসারদের কথা শুনেছি । বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেছি । কিন্তু, এই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একদল ডাক্তারদের । তাঁরা ওই অবস্থার মধ্য়েও নিরন্তর চিকিৎসা চালিয়ে গেছিলেন আহতদের । এবার সেই ডাক্তারদের গল্প বলবে 'মুম্বই ডায়রিজ় 26/11' ।

amazon web series on mumbai terror attack
amazon web series on mumbai terror attack
author img

By

Published : Nov 26, 2020, 7:34 PM IST

মুম্বই : 26/11 হামলার পর কেটে গেছে 12টা বছর । এর মধ্যে এই দিনটি নিয়ে অনেক সিনেমা, তথ্যচিত্র তৈরি হয়েছে । ভারতের ইতিহাসে 26/11 একটা ডি-ডে বলা যেতে পারে । তবে আমরা কখনও সেখানকার ডাক্তারদের অবস্থার কথা জানতে পারিনি । তাঁরা কী পরিস্থিতির মধ্যে চিকিৎসা চালিয়ে গেছিলেন তা খোঁজার চেষ্টা করিনি । এই প্রথমবার সেটাই হতে চলেছে ।

'মুম্বই ডায়রিজ় 26/11' নামে একটি ওয়েব সিরিজ়ে ফুটিয়ে তোলা হবে হামলার সময় এবং তার পরবর্তীতে একদল ডাক্তারের নিরন্তর লড়াইয়ে গল্প । সেদিনের সেই তোলপাড় করা অবস্থার মধ্যেও সেই ডাক্তাররা নিজেদের কর্তব্য পালন করে চলেছিলেন, চিকিৎসা চালিয়ে গেছিলেন । তাঁদের সাহসের গল্প বলবে 'মুম্বই ডায়রিজ়' ।

নিখিল আদবানী পরিচালিত এই সিরিজ়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোহিত রায়না । এছাড়াও থাকছেন কঙ্কনা সেন শর্মা, টিনা দেসাই, শ্রেয়া ধনবন্তরী । অ্যামাজ়ন প্রাইমে 2021 সালের মার্চ মাসে স্ট্রিম হবে 'মুম্বই ডায়রিজ় 26/11' ।

তার আগে অ্যামাজ়নের অফিশিয়াল পেজ থেকে রিলিজ় করা হল একটি ছোটো টিজ়ার । দেখে নিন..

মুম্বই : 26/11 হামলার পর কেটে গেছে 12টা বছর । এর মধ্যে এই দিনটি নিয়ে অনেক সিনেমা, তথ্যচিত্র তৈরি হয়েছে । ভারতের ইতিহাসে 26/11 একটা ডি-ডে বলা যেতে পারে । তবে আমরা কখনও সেখানকার ডাক্তারদের অবস্থার কথা জানতে পারিনি । তাঁরা কী পরিস্থিতির মধ্যে চিকিৎসা চালিয়ে গেছিলেন তা খোঁজার চেষ্টা করিনি । এই প্রথমবার সেটাই হতে চলেছে ।

'মুম্বই ডায়রিজ় 26/11' নামে একটি ওয়েব সিরিজ়ে ফুটিয়ে তোলা হবে হামলার সময় এবং তার পরবর্তীতে একদল ডাক্তারের নিরন্তর লড়াইয়ে গল্প । সেদিনের সেই তোলপাড় করা অবস্থার মধ্যেও সেই ডাক্তাররা নিজেদের কর্তব্য পালন করে চলেছিলেন, চিকিৎসা চালিয়ে গেছিলেন । তাঁদের সাহসের গল্প বলবে 'মুম্বই ডায়রিজ়' ।

নিখিল আদবানী পরিচালিত এই সিরিজ়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোহিত রায়না । এছাড়াও থাকছেন কঙ্কনা সেন শর্মা, টিনা দেসাই, শ্রেয়া ধনবন্তরী । অ্যামাজ়ন প্রাইমে 2021 সালের মার্চ মাসে স্ট্রিম হবে 'মুম্বই ডায়রিজ় 26/11' ।

তার আগে অ্যামাজ়নের অফিশিয়াল পেজ থেকে রিলিজ় করা হল একটি ছোটো টিজ়ার । দেখে নিন..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.