ETV Bharat / sitara

'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ইশুতে মতভেদ অনিল-বনির মধ্যে ? - অনিল কাপুরের খবর

'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ইশুতে কয়েকদিন ধরেই বেশ জলঘোলা হচ্ছে । এই বিষয়ে বনি কাপুর আর অনিল কাপুরের মধ্য়েও কি একটা মতপার্থক্য হয়েছে তৈরি হয়েছে ? উত্তর দিলেন সোনম কাপুর ।

Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India
Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India
author img

By

Published : Feb 25, 2020, 11:25 AM IST

মুম্বই : 1983 সালের হিন্দি ক্লাসিক 'মিস্টার ইন্ডিয়া'-র হিরো ছিলেন অনিল কাপুর, আর দাদা বনি কাপুর ছিলেন প্রযোজক । অনিল কাপুরকে ছবির রিমেক নিয়ে কিছু না জানানো হলেও বনি কাপুরের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে রিমেক নির্মাতাদের, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে । আর তারপর থেকেই যেন সূক্ষ্ম একটা ফাটল তৈরি হয়েছে দুই ভাইয়ের মধ্য়ে ।

Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India
ছবির দৃশ্য..

কয়েকদিন আগে অনিলের মেয়ে সোনম কাপুর সোশাল মিডিয়ায় জানান যে, তাঁর বাবাকে কিছুই জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেকের ব্যাপারে । তাঁদের অগোচরেই সিকুয়েলের ঘোষণায় বেশ বিরক্ত ছিলেন কাপুর পরিবার । তবে পরিবারের সব সদস্য বোধহয় সেই তালিকায় পড়েন না । কারণ, বনি কাপুরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং ভাই অনিলকে কিছু না জানিয়ে সিকুয়েলের অনুমতি দিয়েছেন বনি, খবর সংবাদমাধ্যম সূত্রে ।

যদিও টেকনিকালি বনি কাপুর এই অনুমতি দিতে পারেন বলে মনে করছেন অনেকে । কারণ, যেহেতু তিনিই ছবির প্রযোজক ছিলেন তাই সমস্ত স্বত্ব তাঁর কাছেই রয়েছে । তবে সিকুয়েলে অনুমতি দেওয়ার পর কি অনিল কাপুরের সঙ্গে বনির কথা হয়েছে ? এই প্রশ্নে সোনম উত্তর দেন, "হ্যাঁ, বাবার সঙ্গে ওঁর (বনি কাপুর) সঙ্গে এই বিষয়ে কথা বলেছে । তাই আমরা জানি না যে কীভাবে ছবির ঘোষণা হয়ে গেল ।"

  • My father did have a word with him actually. 😄 we are all still very confused about how it was announced. https://t.co/sBVwvf4tdy

    — Sonam K Ahuja (@sonamakapoor) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'মিস্টার ইন্ডিয়া'-র হিরোইন শ্রীদেবী নিজেও চাননি যে এই ক্লাসিক ছবির রিমেক হোক । তিনি নাকি বলেছিলেন, "এরকম ফিল্মের রিমেক হওয়া সম্ভব নয় । কারণ 'মিস্টার ইন্ডিয়া'-র মতো ছবি হয়ে যায়, তৈরি হয় না । আমরা যখন ছবিটা বানিয়েছিলাম আমরা নিজেরাই জানতাম না যে, এটা বিখ্যাত ও অবিস্মরণীয় ছবি হয়ে দাঁড়াবে ।"

ছবির পরিচালক শেখর কাপুরকেও কিছু জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেক প্রসঙ্গে । সোশাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক । প্রশ্ন তুলেছেন, পরিচালকের কি ছবির উপর কোনও অধিকার নেই ?

  • We sit with writers from day one, but are not the writer. Help actors hone performances but are not actors. Develop and create visual language of film. Slave hours over editing consoles. Directors lead and inspire every aspect of a film and have no creative rights? #MrIndia

    — Shekhar Kapur (@shekharkapur) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : 1983 সালের হিন্দি ক্লাসিক 'মিস্টার ইন্ডিয়া'-র হিরো ছিলেন অনিল কাপুর, আর দাদা বনি কাপুর ছিলেন প্রযোজক । অনিল কাপুরকে ছবির রিমেক নিয়ে কিছু না জানানো হলেও বনি কাপুরের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে রিমেক নির্মাতাদের, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে । আর তারপর থেকেই যেন সূক্ষ্ম একটা ফাটল তৈরি হয়েছে দুই ভাইয়ের মধ্য়ে ।

Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India
ছবির দৃশ্য..

কয়েকদিন আগে অনিলের মেয়ে সোনম কাপুর সোশাল মিডিয়ায় জানান যে, তাঁর বাবাকে কিছুই জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেকের ব্যাপারে । তাঁদের অগোচরেই সিকুয়েলের ঘোষণায় বেশ বিরক্ত ছিলেন কাপুর পরিবার । তবে পরিবারের সব সদস্য বোধহয় সেই তালিকায় পড়েন না । কারণ, বনি কাপুরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং ভাই অনিলকে কিছু না জানিয়ে সিকুয়েলের অনুমতি দিয়েছেন বনি, খবর সংবাদমাধ্যম সূত্রে ।

যদিও টেকনিকালি বনি কাপুর এই অনুমতি দিতে পারেন বলে মনে করছেন অনেকে । কারণ, যেহেতু তিনিই ছবির প্রযোজক ছিলেন তাই সমস্ত স্বত্ব তাঁর কাছেই রয়েছে । তবে সিকুয়েলে অনুমতি দেওয়ার পর কি অনিল কাপুরের সঙ্গে বনির কথা হয়েছে ? এই প্রশ্নে সোনম উত্তর দেন, "হ্যাঁ, বাবার সঙ্গে ওঁর (বনি কাপুর) সঙ্গে এই বিষয়ে কথা বলেছে । তাই আমরা জানি না যে কীভাবে ছবির ঘোষণা হয়ে গেল ।"

  • My father did have a word with him actually. 😄 we are all still very confused about how it was announced. https://t.co/sBVwvf4tdy

    — Sonam K Ahuja (@sonamakapoor) February 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'মিস্টার ইন্ডিয়া'-র হিরোইন শ্রীদেবী নিজেও চাননি যে এই ক্লাসিক ছবির রিমেক হোক । তিনি নাকি বলেছিলেন, "এরকম ফিল্মের রিমেক হওয়া সম্ভব নয় । কারণ 'মিস্টার ইন্ডিয়া'-র মতো ছবি হয়ে যায়, তৈরি হয় না । আমরা যখন ছবিটা বানিয়েছিলাম আমরা নিজেরাই জানতাম না যে, এটা বিখ্যাত ও অবিস্মরণীয় ছবি হয়ে দাঁড়াবে ।"

ছবির পরিচালক শেখর কাপুরকেও কিছু জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেক প্রসঙ্গে । সোশাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক । প্রশ্ন তুলেছেন, পরিচালকের কি ছবির উপর কোনও অধিকার নেই ?

  • We sit with writers from day one, but are not the writer. Help actors hone performances but are not actors. Develop and create visual language of film. Slave hours over editing consoles. Directors lead and inspire every aspect of a film and have no creative rights? #MrIndia

    — Shekhar Kapur (@shekharkapur) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.