মুম্বই : মুক্তি পেল 'লাল সিং চাড্ডা'-র মোশন পোস্টার । একটা অদ্ভুত ভালোলাগা দিয়ে শুরু হয়েছে পোস্টারটি । একটি পালককে মেঘের মধ্যে দিয়ে উড়তে দেখা গেছে । আর পালকটি স্থির হতেই ভেসে উঠল সিনেমার নাম ।
পালকটি ওড়ার সঙ্গে সঙ্গে একটি গান শোনা গেছে । যেখানে বলা হচ্ছে, "কে জানে গল্প আমাদের মধ্যে রয়েছে নাকি গল্পের মধ্যে রয়েছি আমরা ।" আর এই বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি হবে ছবিটি ।
-
Kya pata hum mein hai kahani,
— Aamir Khan (@aamir_khan) November 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
ya hai kahaani mein hum... pic.twitter.com/mDMA21J51z
">Kya pata hum mein hai kahani,
— Aamir Khan (@aamir_khan) November 6, 2019
ya hai kahaani mein hum... pic.twitter.com/mDMA21J51zKya pata hum mein hai kahani,
— Aamir Khan (@aamir_khan) November 6, 2019
ya hai kahaani mein hum... pic.twitter.com/mDMA21J51z
ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে করিনা কাপুর খানকে । 'তালাশ' ও '৩ ইডিয়টস' ছবির পর এই ছবিতে ফের একবার একসঙ্গে কাজ করবেন তাঁরা । 2020 সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি ।
1994 সালে মুক্তি পাওয়া অ্যামেরিকান কমেডি ড্রামা 'ফরেস্ট গাম্প' ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি । পরিচালনায় অদভেত চন্দন । লিখেছেন অতুল কুলকার্নি । তবে গল্পের মধ্যে আমরা রয়েছি নাকি গল্প আমাদের মধ্যে রয়েছে তা অবশ্যই সামনে বছরই জানা যাবে ।
2018 সালে মুক্তি পাওয়া 'ভিরে দি ওয়েডিং' ছবিতে শেষবার দেখা গিয়েছিল করিনাকে । এছাড়া, 'গুড নিউজ়' নামে একটি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে । এর পাশাপাশি করণ জোহারের 'তখত' ছবিতেও রয়েছেন তিনি ।