ETV Bharat / sitara

ড্রাগ নেওয়ার অভিযোগে সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদন বিধায়কের

author img

By

Published : Aug 3, 2019, 7:54 PM IST

করণ জোহরের পার্টিতে সেলেব্রিটিদের ড্রাগ নেওয়ার অভিযোগে অনেকদিন থেকেই সরব হয়েছেন বিধায়ক মন্জিন্দর সিরসা। তবে এখনও কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি অভিযোগের সপক্ষে। তা সত্ত্বেও সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদন জানালেন মন্জিন্দর।

মন্জিন্দর সিরসা

মুম্বই : করণের পার্টিতে দীপিকা-রণবীর-মালাইকা বা ভিকি-শাহিদের মতো সেলেব্রিটিদের চোখ মুখের চেহারা দেখে সোশাল মিডিয়ায় অনেকেই আন্দাজ করেন যে, তাঁরা ড্রাগের নেশার বুঁদ হয়েছিলেন। সেই আন্দাজকে একটা আইনি ছাপ দিতে মুম্বই পুলিশ কমিশনারকে সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদনে চিঠি দিলেন মন্জিন্দর সিরসা।

চিঠির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মন্জিন্দর লিখেছেন, "আমি মুম্বই পুলিশ কমিশনারকে FIR করার আবেদন জানিয়েছি। বলিউড স্টারেরা তাঁদের ড্রাগ পার্টি সোশাল মিডিয়ায় দেখিয়ে গর্ব করছিলেন। নারকোটিক ও সাইকোট্রপিক সাবস্ট্য়ান্স অ্যাক্টের অধীনে ওঁদের বিরুদ্ধে FIR করার আর্জি জানাচ্ছি মুম্বই পুলিশকে।"

শিরোমনি আকালি দলের বিধায়ক এটাও জানিয়েছেন যে, সেলিব্রিটিদের শাস্তি না পাওয়া অবধি তিনি লড়ে যাবেন। এই সব তারকাদের দ্বিচারিতার পরদা তিনি মুছেই ছাড়বেন, প্রতিজ্ঞাবদ্ধ মন্জিন্দর।

  • I am fighting for a cause. These drug-addicted stars are setting a wrong trend in real life; while on screen they defamed our State & its youth!
    I am not affected by trollers. They may continue abusing me

    I would pursue this case till the end & expose the stars’ hypocrisy @ANI pic.twitter.com/Z6Gs5E9oO2

    — Manjinder S Sirsa (@mssirsa) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : করণের পার্টিতে দীপিকা-রণবীর-মালাইকা বা ভিকি-শাহিদের মতো সেলেব্রিটিদের চোখ মুখের চেহারা দেখে সোশাল মিডিয়ায় অনেকেই আন্দাজ করেন যে, তাঁরা ড্রাগের নেশার বুঁদ হয়েছিলেন। সেই আন্দাজকে একটা আইনি ছাপ দিতে মুম্বই পুলিশ কমিশনারকে সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদনে চিঠি দিলেন মন্জিন্দর সিরসা।

চিঠির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মন্জিন্দর লিখেছেন, "আমি মুম্বই পুলিশ কমিশনারকে FIR করার আবেদন জানিয়েছি। বলিউড স্টারেরা তাঁদের ড্রাগ পার্টি সোশাল মিডিয়ায় দেখিয়ে গর্ব করছিলেন। নারকোটিক ও সাইকোট্রপিক সাবস্ট্য়ান্স অ্যাক্টের অধীনে ওঁদের বিরুদ্ধে FIR করার আর্জি জানাচ্ছি মুম্বই পুলিশকে।"

শিরোমনি আকালি দলের বিধায়ক এটাও জানিয়েছেন যে, সেলিব্রিটিদের শাস্তি না পাওয়া অবধি তিনি লড়ে যাবেন। এই সব তারকাদের দ্বিচারিতার পরদা তিনি মুছেই ছাড়বেন, প্রতিজ্ঞাবদ্ধ মন্জিন্দর।

  • I am fighting for a cause. These drug-addicted stars are setting a wrong trend in real life; while on screen they defamed our State & its youth!
    I am not affected by trollers. They may continue abusing me

    I would pursue this case till the end & expose the stars’ hypocrisy @ANI pic.twitter.com/Z6Gs5E9oO2

    — Manjinder S Sirsa (@mssirsa) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:Body:

ড্রাগ নেওয়ার অভিযোগে সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদন বিধায়কের



করণ জোহরের পার্টিতে সেলেব্রিটিদের ড্রাগ নেওয়ার অভিযোগে অনেকদিন থেকেই সরব হয়েছেন বিধায়ক মন্জিন্দর সিরসা। তবে এখনও কোনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি অভিযোগের সপক্ষে। তা সত্ত্বেও সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদন জানালেন মন্জিন্দর।



মুম্বই : করণের পার্টিতে দীপিকা-রণবীর-মালাইকা বা ভিকি-শাহিদের মতো সেলেব্রিটিদের চোখ মুখের চেহারা দেখে সোশাল মিডিয়ায় অনেকেই আন্দাজ করেন যে, তাঁরা ড্রাগের নেশার বুঁদ হয়েছিলেন। সেই আন্দাজকে একটা আইনি ছাপ দিতে মুম্বই পুলিশ কমিশনারকে সেলেব্রিটিদের বিরুদ্ধে FIR করার আবেদনে চিঠি দিলেন মন্জিন্দর সিরসা।



চিঠির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মন্জিন্দর লিখেছেন, "আমি মুম্বই পুলিশ কমিশনারকে FIR করার আবেদন জানিয়েছি। বলিউড স্টারেরা তাঁদের ড্রাগ পার্টি সোশাল মিডিয়ায় দেখিয়ে গর্ব করছিলেন। নারকোটিক ও সাইকোট্রপিক সাবস্ট্য়ান্স অ্যাক্টের অধীনে ওঁদের বিরুদ্ধে FIR করার আর্জি জানাচ্ছি মুম্বই পুলিশকে।"



শিরোমনি আকালি দলের বিধায়ক এটাও জানিয়েছেন যে, সেলিব্রিটিদের শাস্তি না পাওয়া অবধি তিনি লড়ে যাবেন। এই সব তারকাদের দ্বিচারিতার পরদা তিনি মুছেই ছাড়বেন, প্রতিজ্ঞাবদ্ধ মন্জিন্দর।      




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.