মুম্বই : মহাক্ষয় চক্রবর্তী (মিমো), সুপারস্টার মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী যোগিতা বালির ছেলে, এবার ধর্ষণে অভিযুক্ত । মুম্বইয়ের ওশিয়ারা থানায় তাঁর বিরুদ্ধে FIR জমা পড়েছে ।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন যে, 2015 সাল থেকে মিমোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর । বিয়ের কথাবার্তাও নাকি হয়ে গেছিল । বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিমো, মহিলার অনুমতি ছাড়াই । 4 বছর ধরে চলতে থাকে নির্যাতন ।
এরপর অভিযোগকারী প্রেগনেন্ট হয়ে পড়েন । তখন মিমো নাকি জোর করে তাঁর গর্ভপাত করিয়ে দেন । এই সবকিছুই FIR-এ উল্লেখ করেছেন মহিলা ।
2018 সালে টেলিভিশন অভিনেত্রী মাদালাসা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিমো । সেই সময়ও নাকি অভিযোগকারী একটি FIR করতে গেছিলেন । তবে পুলিশ তাঁর কথা গ্রাহ্য করেনি বলে জানিয়েছেন মহিলা ।
কোনওরকম সাহায্য না পেয়ে দিল্লি চলে আসেন অভিযোগকারী । সেখানে রোহিনী কোর্টে গিয়ে মিমোর বিরুদ্ধে FIR করেন তিনি । অবশেষে কোর্টের নির্দেশে 15 অক্টোবর মুম্বইয়ের ওশিয়ারা থানায় ফের মামলাটি দায়ের হয়েছে ।
এখনও চক্রবর্তী পরিবার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।