মুম্বই : 'মিশন মঙ্গল'-কে করমুক্ত ঘোষণা করল মহারাষ্ট্র সরকার । টিকিটের দাম কমার সঙ্গে সঙ্গে বিশেষত গ্রামাঞ্চলের মানুষ ছবিটি দেখার জন্য আরও বেশি উৎসাহ পাবেন, যা ভারতের মঙ্গলযান বা মঙ্গল গ্রহের অরবিটার মিশনের গল্প বর্ণনা করে ।
আগে ছবির প্রচারের সময় অক্ষয় কুমার বলেছিলেন, "আমি ছবিটি মূলত বাচ্চাদের জন্য তৈরি করেছি, যাতে তারা বিজ্ঞানী হওয়ার জন্য উৎসাহ বোধ করে । পেশা হিসেবে বিজ্ঞানী হওয়া অনেকেই পছন্দ করেন না । তবে ISRO-র চন্দ্রযানের উৎক্ষেপণের পর মানুষ এটি সম্পর্কে অনেক সচেতন হয়েছে । এই বিষয়ে আগ্রহী হচ্ছে । আশা করি, ছবিটি এই দুর্দান্ত পেশার সত্যতা ছড়িয়ে দিতে সাহায্য করছে ।"
ছবিটি করমুক্ত ঘোষণার পর আশা করা যায়, আরও অনেক বাচ্চারা 'মিশন মঙ্গল' দেখার সুযোগ পাবে । মঙ্গলযান সম্পর্কে আরও জানতে পারবে, যা মহাকাশ গবেষণার ইতিহাসে সোনার অক্ষরে ভারতের নাম খোদাই করেছে ।
জগন শক্তির পরিচালনায় 'মিশন মঙ্গল'-এ অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, কীর্তি কুলহারি, তাপসি পান্নু, নিত্যা মেনেন সহ আরও অনেকে । 15 অগাস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে এর মধ্যে 165 কোটির ব্যবসা করে ফেলেছে ।
আগেও অক্ষয় কুমারের ছবি 'প্যাডম্যান' ও 'টয়লেট : এক প্রেম কথা'-কেও কয়েকটি রাজ্যে করমুক্ত করা হয়েছিল । অক্ষয়ের করমুক্ত ছবির তালিকায় এবার নাম লেখাল 'মিশন মঙ্গল' ।