ETV Bharat / sitara

নগ্ন ছবির পর সোশাল মিডিয়ায় ফের এক চমক দিলেন মিলিন্দ - মিলিন্দ সোমনের খবর

কয়েকদিন ধরে মিলিন্দ সোমনের নগ্ন ছবি শেয়ার করা নিয়ে বেশ বিতর্ক চলছে চারিদিকে । অনেকেই এই ধরনের ছবিকে 'অশ্লীল' বলে কটাক্ষ করেছেন, গ্রেপ্তারির আবেদন জানিয়েছেন । আর এই সবের মাঝে মিলিন্দ দিলেন আরও এক চমক ।

milind soman becoes woman
milind soman becoes woman
author img

By

Published : Nov 10, 2020, 10:21 AM IST

মুম্বই : নগ্নতা নিয়ে কোনও ছুৎমার্গ নেই মিলিন্দ সোমনের । তাই জন্মদিনের সকালে সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এই সুপারমডেল ও অভিনেতা । সেই নিয়ে জলঘোলাও কম হয়নি । আর এসবের মাঝেই নতুন চমক দিলেন মিলিন্দ ।

এবার নগ্ন নয়, নারীর বেশে দেখা গেল তাঁকে । নাকে নাকছাবি, সিঁদুরে ঢাকা গাল, চোখে কাজল...একদম অন্য রূপে মিলিন্দ । সম্ভবত তাঁর পরবর্তী কোনও ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেতা ।

ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, "ট্র্যাভেল টিউসডে । আমি জানি এটা হোলির সময় নয় । তবে মুম্বইয়ের কার্জাতে কয়েকটা দিন কাটালাম, নতুন কিছু মজাদার কাজ করলাম । খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সঙ্গে । এখন চেন্নাই যাচ্ছি ।"

দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : নগ্নতা নিয়ে কোনও ছুৎমার্গ নেই মিলিন্দ সোমনের । তাই জন্মদিনের সকালে সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এই সুপারমডেল ও অভিনেতা । সেই নিয়ে জলঘোলাও কম হয়নি । আর এসবের মাঝেই নতুন চমক দিলেন মিলিন্দ ।

এবার নগ্ন নয়, নারীর বেশে দেখা গেল তাঁকে । নাকে নাকছাবি, সিঁদুরে ঢাকা গাল, চোখে কাজল...একদম অন্য রূপে মিলিন্দ । সম্ভবত তাঁর পরবর্তী কোনও ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেতা ।

ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, "ট্র্যাভেল টিউসডে । আমি জানি এটা হোলির সময় নয় । তবে মুম্বইয়ের কার্জাতে কয়েকটা দিন কাটালাম, নতুন কিছু মজাদার কাজ করলাম । খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সঙ্গে । এখন চেন্নাই যাচ্ছি ।"

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.