মুম্বই : নগ্নতা নিয়ে কোনও ছুৎমার্গ নেই মিলিন্দ সোমনের । তাই জন্মদিনের সকালে সমুদ্র সৈকতে নগ্ন অবস্থায় তোলা একটি ছবি শেয়ার করেছিলেন এই সুপারমডেল ও অভিনেতা । সেই নিয়ে জলঘোলাও কম হয়নি । আর এসবের মাঝেই নতুন চমক দিলেন মিলিন্দ ।
এবার নগ্ন নয়, নারীর বেশে দেখা গেল তাঁকে । নাকে নাকছাবি, সিঁদুরে ঢাকা গাল, চোখে কাজল...একদম অন্য রূপে মিলিন্দ । সম্ভবত তাঁর পরবর্তী কোনও ছবির ঝলক শেয়ার করেছেন অভিনেতা ।
ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, "ট্র্যাভেল টিউসডে । আমি জানি এটা হোলির সময় নয় । তবে মুম্বইয়ের কার্জাতে কয়েকটা দিন কাটালাম, নতুন কিছু মজাদার কাজ করলাম । খুব তাড়াতাড়ি শেয়ার করব আপনাদের সঙ্গে । এখন চেন্নাই যাচ্ছি ।"
দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">