ETV Bharat / sitara

স্ত্রীর সঙ্গে বিহু নাচলেন মিলিন্দ - মিলিন্দ সোমান

স্ত্রী অঙ্কিতা কোনারের সঙ্গে বিহু নাচলেন মিলিন্দ সোমান ।

gdg
author img

By

Published : Nov 24, 2019, 7:55 PM IST

মুম্বই : মিলিন্দ সোমানের অভিনয়ের কথা সবাই জানেন । কিন্তু, তিনি যে বিহুও নাচতে পারেন সেকথা হয়তো অনেকেই জানেন না । এবার স্ত্রীর সঙ্গে সমানতালে বিহু নাচতে দেখা গেল তাঁকে । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্ত্রী অঙ্কিতা কোনওয়ার ।

গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিলিন্দ । ছিলেন অঙ্কিতাও । সেখানেই স্টেজের মধ্যে উঠে স্ত্রীর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ।

মেখলা পরেছিলেন অঙ্কিতা । অন্যদিকে স্পোর্টস পোশাকে দেখা গেল মিলিন্দকে ।

মিলিন্দের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা । তারপরই বিয়ে করেন তাঁরা । তবে এই বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় অনেক কথা শুনতে হয়েছে তাঁদের । কারণ বয়সে মিলিন্দের থেকে অনেকটাই ছোটো অঙ্কিতা । তবে কোনও কথাতেই কান দেননি তাঁরা । একে অপরের সঙ্গ সময় কাটাতেই ব্যস্ত ছিলেন ।

চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছিলেন তাঁরা । তারপর মধুচন্দ্রিমাতেও যান । নেগেটিভ কোনও কথাই গুরুত্ব দেননি এই দম্পতি ।

মুম্বই : মিলিন্দ সোমানের অভিনয়ের কথা সবাই জানেন । কিন্তু, তিনি যে বিহুও নাচতে পারেন সেকথা হয়তো অনেকেই জানেন না । এবার স্ত্রীর সঙ্গে সমানতালে বিহু নাচতে দেখা গেল তাঁকে । সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন স্ত্রী অঙ্কিতা কোনওয়ার ।

গুয়াহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মিলিন্দ । ছিলেন অঙ্কিতাও । সেখানেই স্টেজের মধ্যে উঠে স্ত্রীর সঙ্গে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ।

মেখলা পরেছিলেন অঙ্কিতা । অন্যদিকে স্পোর্টস পোশাকে দেখা গেল মিলিন্দকে ।

মিলিন্দের সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অঙ্কিতা । তারপরই বিয়ে করেন তাঁরা । তবে এই বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় অনেক কথা শুনতে হয়েছে তাঁদের । কারণ বয়সে মিলিন্দের থেকে অনেকটাই ছোটো অঙ্কিতা । তবে কোনও কথাতেই কান দেননি তাঁরা । একে অপরের সঙ্গ সময় কাটাতেই ব্যস্ত ছিলেন ।

চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছিলেন তাঁরা । তারপর মধুচন্দ্রিমাতেও যান । নেগেটিভ কোনও কথাই গুরুত্ব দেননি এই দম্পতি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.