ETV Bharat / sitara

"গদ্দার"-এর তকমা সরাতে দেশপ্রেমের আশ্রয় মিকার - বলিউড

আটারি-ওয়াগা বর্ডারে 'ভারত মাতা কি জয়' বলে চিৎকার করলেন মিকা সিং।

মিকা সিং
author img

By

Published : Aug 16, 2019, 11:20 PM IST

চণ্ডিগড় : সম্প্রতি পাকিস্তানের এক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন মিকা সিং। পাকিস্তান যেখানে বলিউডকে ব্যান করেছে, ব্যান করেছে ভারতের কমার্শিয়াল, সেখানে ভারতীয় গায়কের এরকম কাজ মেনে নেননি দেশবাসী। তকমা জুটেছে গদ্দারের। সেই তকমা ঘোচাতে এবার দেশপ্রেমের আশ্রয় নিলেন মিকা। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পালটা ভিডিয়ো।

ভিডিয়োটি মিকা শেয়ার করেছেন স্বাধীনতা দিবসে। সেই ভিডিয়োয় দেখা গেল ওয়াগা বর্ডারে 'ভারত মাতা কি জয়' বলে চিৎকার করছেন মিকা। সবাইকে উদ্বুদ্ধ করছেন দেশপ্রেমের এই বার্তায়।

ক্যাপশনে মিকা লিখেছেন, "ভারত মাতা কি জয়। আমায় স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আরও একবার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর জওয়ানদের স্যালুট।"

দেখে নিন মিকার সেই ভিডিয়ো...

চণ্ডিগড় : সম্প্রতি পাকিস্তানের এক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন মিকা সিং। পাকিস্তান যেখানে বলিউডকে ব্যান করেছে, ব্যান করেছে ভারতের কমার্শিয়াল, সেখানে ভারতীয় গায়কের এরকম কাজ মেনে নেননি দেশবাসী। তকমা জুটেছে গদ্দারের। সেই তকমা ঘোচাতে এবার দেশপ্রেমের আশ্রয় নিলেন মিকা। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পালটা ভিডিয়ো।

ভিডিয়োটি মিকা শেয়ার করেছেন স্বাধীনতা দিবসে। সেই ভিডিয়োয় দেখা গেল ওয়াগা বর্ডারে 'ভারত মাতা কি জয়' বলে চিৎকার করছেন মিকা। সবাইকে উদ্বুদ্ধ করছেন দেশপ্রেমের এই বার্তায়।

ক্যাপশনে মিকা লিখেছেন, "ভারত মাতা কি জয়। আমায় স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আরও একবার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর জওয়ানদের স্যালুট।"

দেখে নিন মিকার সেই ভিডিয়ো...

Intro:Body:

"গদ্দার"-এর তকমা সরাতে দেশপ্রেমের আশ্রয় মিকার



আটারি-ওয়াগা বর্ডারে 'ভারত মাতা কি জয়' বলে চিৎকার করলেন মিকা সিং।



চণ্ডিগড় :  সম্প্রতি পাকিস্তানের এক অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন মিকা সিং। পাকিস্তান যেখানে বলিউডকে ব্যান করছে, ব্যান করছে ভারতের কমার্শিয়াল, সেখানে ভারতীয় গায়কের এরকম কাজ মেনে নেননি দেশবাসী। তকমা জুটেছে 'গদ্দার'। সেই তকমা ঘোচাতে এবার দেশপ্রেমের আশ্রয় নিলেন মিকা। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন পালটা ভিডিয়ো।



ভিডিয়োটি মিকা শেয়ার করেছেন স্বাধীনতা দিবসে। সেই ভিডিয়োয় দেখা গেল ওয়াগা বর্ডারে 'ভারত মাতা কি জয়' বলে চিৎকার করছেন মিকা। সবাইকে উদ্বুদ্ধ করছেন দেশপ্রেমের এই বার্তায়।



ক্যাপশনে মিকা লিখেছেন, "ভারত মাতা কি জয়। আমায় স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আরও একবার সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর জওয়ানদের স্যালুট।"



দেখে নিন মিকার সেই ভিডিয়ো...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.