মুম্বই : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর যখন পাকিস্তান বলিউডকে ব্যান করে দেয়, যখন ভারত আর পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টালমাটাল অবস্থা, সেই সময়ে ৮ অগাস্টে করাচিতে পরভেজ মুশারফের আত্মীয়ের বাড়ির বিয়েতে পারফর্ম করেন মিকা সিং। ঘটনাটি সামনে আসার পর FWICE বয়কট করে গায়ককে। আজ এই সাংবাদিক বৈঠকের মারফৎ ক্ষমা চাইলেন মিকা।
ANI সূত্রে সামনে এল মিকার বক্তব্য...তিনি বলেছেন, "ওখানে পারফর্ম করতেই হবে, এমন কোনও জেদ ছিল না আমার মধ্যে। আমার পারফর্মেন্স ও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ঘটনাটা কাকতালীয়ভাবে একসঙ্গে ঘটে গেছে। যদি আমি কোনও ভুল করে থাকি, তাহলে ফেডারেশন ও দেশের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"
FWICE-র মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিতও জনসমক্ষে বলেন যে, অ্যাসোসিয়েশন মিকার উপর থেকে ব্যান তুলে নিচ্ছে। যারা ফেডারেশনের সিদ্ধান্তকে অবজ্ঞা করেছেন তাদের উদ্দেশে অশোক বলেন, "যেহেতু ব্য়াপারটা পাকিস্তান সংক্রান্ত, তাই ফেডারেশন খুবই সিরিয়াস। যারা ফেডারেশনের সিদ্ধান্তকে অমান্য করছে, তাদেরও নোট করেছি আমরা। পুলওয়ামা আক্রমণের পর যে সমস্ত পাকিস্তানি শিল্পীরা এই দেশে পারফর্ম করেছে বা এই দেশের যে শিল্পীরা পাকিস্তানে পারফর্ম করেছে, তাদের সঙ্গে সম্পূর্ণরূপে অসহযোগীতা করবে অ্যাসোসিয়েশন। "