ETV Bharat / sitara

"কঙ্গনা পাগল, ওকে পাত্তা দিও না", ফের কটূক্তি মিকার - মিকা সিংয়ের খবর

আবারও একবার সোশাল মিডিয়ায় কঙ্গনা রানাওয়াতকে অপমান করলেন মিকা সিং । এর আগে বলেছিলেন যে, কঙ্গনা নির্লজ্জ । আর আজ বললেন কঙ্গনা পাগল, তাঁকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই ।

Mika Singh against kangana ranaut
Mika Singh against kangana ranaut
author img

By

Published : Dec 5, 2020, 5:06 PM IST

Updated : Dec 6, 2020, 11:14 AM IST

মুম্বই : কৃষক আন্দোলনের অবমাননা করায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে দেশবাসী । ধর্ম, রাজনৈতিক মনোভাব নির্বিশেষে সবাই কঙ্গনাকে ধিক্কার জানিয়েছে । বিশেষ করে পঞ্জাবের মহিন্দর কৌর জী 100 টাকার বিনিময়ে আন্দোলনে সামিল হয়েছেন বলায় পঞ্জাবের মানুষরা ক্ষেপে উঠেছেন অভিনেত্রীর বিরুদ্ধে ।

পঞ্জাব ও বলিউডের অন্যতম বড় গায়ক মিকা সিংও এই তালিকায় নাম লিখিয়েছিলেন । তিনি কঙ্গনাকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন । তবে এখন তাঁর মনে হচ্ছে যে, এতে অভিনেত্রীকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । তার চেয়ে বরং কৃষকদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, মত মিকার ।

মিকা টুইটারে লিখেছেন, "ভালো কিছু করার ইচ্ছে থাকলে আমাদের কৃষকদের সমর্থন করুন । কঙ্গনা পাগল, ওকে পাত্তা দেবেন না । ওকে ওর মতো থাকতে দিন । কঙ্গনা তুমি বলিউডের করণ জোহর, রণবীর সিং বা হৃতিক রোশনের মতো নরম মানুষকেই আক্রমণ কর..এদিকে এসো না ।"

দেখে নিন মিকার পোস্ট...

মুম্বই : কৃষক আন্দোলনের অবমাননা করায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে দেশবাসী । ধর্ম, রাজনৈতিক মনোভাব নির্বিশেষে সবাই কঙ্গনাকে ধিক্কার জানিয়েছে । বিশেষ করে পঞ্জাবের মহিন্দর কৌর জী 100 টাকার বিনিময়ে আন্দোলনে সামিল হয়েছেন বলায় পঞ্জাবের মানুষরা ক্ষেপে উঠেছেন অভিনেত্রীর বিরুদ্ধে ।

পঞ্জাব ও বলিউডের অন্যতম বড় গায়ক মিকা সিংও এই তালিকায় নাম লিখিয়েছিলেন । তিনি কঙ্গনাকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন । তবে এখন তাঁর মনে হচ্ছে যে, এতে অভিনেত্রীকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । তার চেয়ে বরং কৃষকদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে, মত মিকার ।

মিকা টুইটারে লিখেছেন, "ভালো কিছু করার ইচ্ছে থাকলে আমাদের কৃষকদের সমর্থন করুন । কঙ্গনা পাগল, ওকে পাত্তা দেবেন না । ওকে ওর মতো থাকতে দিন । কঙ্গনা তুমি বলিউডের করণ জোহর, রণবীর সিং বা হৃতিক রোশনের মতো নরম মানুষকেই আক্রমণ কর..এদিকে এসো না ।"

দেখে নিন মিকার পোস্ট...

Last Updated : Dec 6, 2020, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.