ETV Bharat / sitara

MeToo মুভমেন্টটাকে নষ্ট করে ফেলা হচ্ছে, রাজনীতি ঢুকে পড়েছে : বিনতা নন্দা - বিনতা নন্দার খবর

প্রযোজক বিনতা নন্দা, যিনি MeToo মুভমেন্ট শুরু হওয়ার পরেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, আজ ফের মুখ খুললেন । না, এবার কোনও অভিযোগ জানাতে নয় । তিনি বললেন, ভারতে MeToo মুভমেন্টটিকে নষ্ট করে ফেলা হচ্ছে ।

Producer Vinta Nanda against Alok Nath
Producer Vinta Nanda against Alok Nath
author img

By

Published : Sep 24, 2020, 9:21 AM IST

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । ওশিয়ারা থানায় FIR করেছেন পায়েল । তবে অনেকেই এই অভিযোগকে সত্যি বলে বিশ্বাস করছেন না । পায়েলের তোলা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, মনে করছেন সেলেব থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও ।

প্রযোজক বিনতা নন্দা, যিনি MeToo মুভমেন্ট শুরু হওয়ার পরেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, আজ মুখ খুললেন এই মুভমেন্টের বর্তমান পরিস্থিতি নিয়ে । IANS-এর সঙ্গে শেয়ার করলেন নিজের দৃষ্টিভঙ্গি ।

Producer Vinta Nanda against Alok Nath
অলোক নাথ

খুব সুন্দর করে বোঝালেন বিনতা । বললেন, "আমি যখন আমার ঘটনাটা সামনে এনেছিলাম, সবাই আমায় সমর্থন করেছিল । অনেকেই স্বীকার করেছিল যে, ওই বিশেষ ব্যক্তি তাদের সঙ্গেও একই কাজ করেছেন । তবে অনুরাগের কেসটা সম্পূর্ণ আলাদা ।"

বলে চলেন বিনতা.."এই ক্ষেত্রে অনেক মহিলাই সমর্থন করেছেন । তবে অভিযোগকারীকে নয়, অভিযুক্তকে । তাঁরা এগিয়ে এসে বলেছেন যে, অনুরাগ কাশ্যপ কোনওদিন তাদের সঙ্গে এই কাজ করেননি । এখানেই কেসটা পুরো আলাদা হয়ে গেল ।"

Producer Vinta Nanda against Alok Nath
অনুরাগের বিরুদ্ধে পায়েল

বিনতার মনে হয় যে, "এভাবেই মুভমেন্টটাকে নষ্ট করে ফেলা হচ্ছে । MeToo-র মধ্যে দিয়ে মহিলারা মহিলাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, বিশ্বাস করতে চেয়েছিলেন । কিন্তু, এখন তো অভিযোগকারীকে কেউ বিশ্বাসই করতে পারছে না । আমার মনে হয় এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে ।"

স্পষ্টবক্তা বিনতার সুরে অনেকেই কথা বলেছেন । অনুরাগের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকেই বিশ্বাস করেননি । তার মধ্যে তাপসী পান্নু, রাধিকা আপ্তে, কালকি কেঁকলা-র মতো দক্ষ অভিনেত্রীরা অন্যতম ।

মুম্বই : অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেত্রী পায়েল ঘোষ । ওশিয়ারা থানায় FIR করেছেন পায়েল । তবে অনেকেই এই অভিযোগকে সত্যি বলে বিশ্বাস করছেন না । পায়েলের তোলা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, মনে করছেন সেলেব থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও ।

প্রযোজক বিনতা নন্দা, যিনি MeToo মুভমেন্ট শুরু হওয়ার পরেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, আজ মুখ খুললেন এই মুভমেন্টের বর্তমান পরিস্থিতি নিয়ে । IANS-এর সঙ্গে শেয়ার করলেন নিজের দৃষ্টিভঙ্গি ।

Producer Vinta Nanda against Alok Nath
অলোক নাথ

খুব সুন্দর করে বোঝালেন বিনতা । বললেন, "আমি যখন আমার ঘটনাটা সামনে এনেছিলাম, সবাই আমায় সমর্থন করেছিল । অনেকেই স্বীকার করেছিল যে, ওই বিশেষ ব্যক্তি তাদের সঙ্গেও একই কাজ করেছেন । তবে অনুরাগের কেসটা সম্পূর্ণ আলাদা ।"

বলে চলেন বিনতা.."এই ক্ষেত্রে অনেক মহিলাই সমর্থন করেছেন । তবে অভিযোগকারীকে নয়, অভিযুক্তকে । তাঁরা এগিয়ে এসে বলেছেন যে, অনুরাগ কাশ্যপ কোনওদিন তাদের সঙ্গে এই কাজ করেননি । এখানেই কেসটা পুরো আলাদা হয়ে গেল ।"

Producer Vinta Nanda against Alok Nath
অনুরাগের বিরুদ্ধে পায়েল

বিনতার মনে হয় যে, "এভাবেই মুভমেন্টটাকে নষ্ট করে ফেলা হচ্ছে । MeToo-র মধ্যে দিয়ে মহিলারা মহিলাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন, বিশ্বাস করতে চেয়েছিলেন । কিন্তু, এখন তো অভিযোগকারীকে কেউ বিশ্বাসই করতে পারছে না । আমার মনে হয় এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, এর সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছে ।"

স্পষ্টবক্তা বিনতার সুরে অনেকেই কথা বলেছেন । অনুরাগের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকেই বিশ্বাস করেননি । তার মধ্যে তাপসী পান্নু, রাধিকা আপ্তে, কালকি কেঁকলা-র মতো দক্ষ অভিনেত্রীরা অন্যতম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.