মুম্বই : খ্যাতির বিড়ম্বনা আর কাকে বলে ! সেলেব্রিটিদের নামে সোশাল মিডিয়া জুড়ে রয়েছে অসংখ্য ভুয়ো পেজ আর অ্যাকাউন্ট । নেটিজেনরা ঠিকমতো বুঝতেই পারেন না কোনটা আসল আর কোনটা নকল । তাই আগেই সাবধান করে দিলেন মনোজ বাজপেয়ি ।
মনোজের নামেও রয়েছে একাধিক ফেক অ্যাকাউন্ট । তারই মধ্যে একটিতে নজর পড়ল অভিনেতার ।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে মনোজ লিখেছেন, "এটা একটা ফেক অ্যাকাউন্ট । সাবধান !" সঙ্গে সেই অ্যাকাউন্টটির একটি স্ক্রিনশটও শেয়ার করে দিয়েছেন তিনি ।
দেখে নিন মনোজের পোস্ট...
-
This a fake account !!! Be aware!!! @Twitter pic.twitter.com/q8qqZq7ymA
— manoj bajpayee (@BajpayeeManoj) November 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This a fake account !!! Be aware!!! @Twitter pic.twitter.com/q8qqZq7ymA
— manoj bajpayee (@BajpayeeManoj) November 19, 2020This a fake account !!! Be aware!!! @Twitter pic.twitter.com/q8qqZq7ymA
— manoj bajpayee (@BajpayeeManoj) November 19, 2020
সম্প্রতি মুক্তি পেয়েছে মনোজ আর দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'সূরয পে মঙ্গল ভারি' ছবিটি । লকডাউনের পর সিনেমাহলে মুক্তিপ্রাপ্ত প্রথম হিন্দি ছবি এটি ।
তবে সিনেমা হলে দর্শকের আনাগোনা এখনও খুব একটা স্বাভাবিক হয়নি । লাভের মুখ দেখা যে খুব সহজ হবে না, তা বেশ বুঝতে পারছেন হল মালিক, ডিস্ট্রিবিউটর, ছবি নির্মাতারা ।