ETV Bharat / sitara

স্যানিটাইজ় করা হল মালাইকার বিল্ডিং - corona Malaika building

সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মালাইকা । ছবিতে PPE পরে একজন ব্যক্তিকে গোটা ফ্ল্যাটে স্যানিটাইজ়ার ছড়াতে দেখা যায় ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 24, 2020, 8:37 AM IST

মুম্বই : স্যানিটাইজ় করা হল মালাইকা অরোরার বিল্ডিং । সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন তিনি ।

ছবিতে PPE পরে একজন ব্যক্তিকে গোটা ফ্ল্যাটে স্যানিটাইজ়ার ছড়াতে দেখা যায় । এর ক্যাপশনে মালাইকা লেখেন, "আমাদের রক্ষা করার জন্য ও নিরাপদে রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ..."।

gf
মালাইকার পোস্ট

মালাইকার বিল্ডিংয়ের ছ'তলায় থাকেন বোন অমৃতা আরোরার শ্বশুরমশাই । কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এর জেরে 8 জুন সিল করে দেওয়া হয় গোটা বিল্ডিং । এরপর ছেলে আরহান ও পোষ্য ক্যাশপারকে পুরো কোয়ারানটিনে থাকতে শুরু করেন মালাইকা । এই সময়টা পুরোপুরি গৃহবন্দী ছিলেন তাঁরা । অমৃতার শ্বশুরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে ।

তবে কোয়ারানটিনে থাকলেও সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রয়েছেন মালাইকা । প্রায় রোজই কোনও না কোনও ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন তিনি । কেমনভাবে কোয়ারানটিনের দিনগুলি কাটাচ্ছেন তা ফ্যানদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন ।

কয়েকদিন আগে করণ জোহর, জাহ্নবী কাপুরের বাড়ির পরিচারিকারা কোরোনায় আক্রান্ত হন । সিল করা হয় ভিকি কৌশলের বিল্ডিংও । কোরোনার উপসর্গ দেখা যায় প্রয়াত সুরকার ওয়াজিদ খানের শরীরেও । চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন অনেকেই । কোরোনায় আক্রান্ত হন কিরণ কুমার । যদিও হাসপাতালে ভরতি হননি তিনি । বাড়িতেই কোয়ারানটিনে থেকে সুস্থ হয়ে ওঠেন ।

মুম্বই : স্যানিটাইজ় করা হল মালাইকা অরোরার বিল্ডিং । সম্প্রতি সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন তিনি ।

ছবিতে PPE পরে একজন ব্যক্তিকে গোটা ফ্ল্যাটে স্যানিটাইজ়ার ছড়াতে দেখা যায় । এর ক্যাপশনে মালাইকা লেখেন, "আমাদের রক্ষা করার জন্য ও নিরাপদে রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ..."।

gf
মালাইকার পোস্ট

মালাইকার বিল্ডিংয়ের ছ'তলায় থাকেন বোন অমৃতা আরোরার শ্বশুরমশাই । কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এর জেরে 8 জুন সিল করে দেওয়া হয় গোটা বিল্ডিং । এরপর ছেলে আরহান ও পোষ্য ক্যাশপারকে পুরো কোয়ারানটিনে থাকতে শুরু করেন মালাইকা । এই সময়টা পুরোপুরি গৃহবন্দী ছিলেন তাঁরা । অমৃতার শ্বশুরও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে ।

তবে কোয়ারানটিনে থাকলেও সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় রয়েছেন মালাইকা । প্রায় রোজই কোনও না কোনও ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন তিনি । কেমনভাবে কোয়ারানটিনের দিনগুলি কাটাচ্ছেন তা ফ্যানদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছেন ।

কয়েকদিন আগে করণ জোহর, জাহ্নবী কাপুরের বাড়ির পরিচারিকারা কোরোনায় আক্রান্ত হন । সিল করা হয় ভিকি কৌশলের বিল্ডিংও । কোরোনার উপসর্গ দেখা যায় প্রয়াত সুরকার ওয়াজিদ খানের শরীরেও । চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন অনেকেই । কোরোনায় আক্রান্ত হন কিরণ কুমার । যদিও হাসপাতালে ভরতি হননি তিনি । বাড়িতেই কোয়ারানটিনে থেকে সুস্থ হয়ে ওঠেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.