ETV Bharat / sitara

কোরোনার থাবা,সিল করা হল মালাইকার বিল্ডিং - মালাইকা আরোরার খবর

সিল করা হল মালাইকা আরোরার বিল্ডিং । কারণ ? সেই বিল্ডিংয়ের এক বাসিন্দা কোরোনায় আক্রান্ত ।

malaika arora building got sealed
malaika arora building got sealed
author img

By

Published : Jun 11, 2020, 9:51 AM IST

মুম্বই : কোরোনা এক ভয়াবহ আকার ধারণ করেছে মুম্বইতে । এবার এই মারণ জীবাণুর থাবা পড়ল মালাইকা আরোরার বিল্ডিংয়ে । বান্দ্রায় অবস্থিত এই বিল্ডিংয়ের এক সদস্য কোরোনা আক্রান্ত হওয়ার পর সিল করে দেওয়া হয় বাড়িটি ।

ঘটনাটি 8 জুনের । সেদিনই ওই বিলাসবহুল বিল্ডিংয়ের এক বাসিন্দার শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়ে আর তৎক্ষণাত সিল করে দেওয়া হয় বিল্ডিং । তারপর নিয়ম মেনে পুরো বিল্ডিং স্যানিটাইজ় করা হয় । ছেলে আরহানের সঙ্গে ওই বাড়িতেই রয়েছেন মালাইকা ।

malaika arora building got sealed
বাড়িতে নিজস্বী..

কয়েকদিন আগে করণ জোহর, জাহ্নবী কাপুরের বাড়ির কর্মচারীরা কোরোনা আক্রান্ত হন । সিল করা হয় ভিকি কৌশলের বিল্ডিংও । কোরোনার লক্ষণ দেখা যায় প্রয়াত সুরকার ওয়াজিদ খানের শরীরে । বলিউডকে বারবার আক্রমণ করছে কোরোনা ।

তবে প্রতিক্ষেত্রেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন রোগী । সম্প্রতি অভিনেতা কিরণ কুমার তো বাড়িতেই সেল্ফ কোয়ারানটিন থেকে কোরোনা মুক্ত হয়েছেন । খারাপ খবর আসার সঙ্গে ভালো খবরও কিন্তু এসে পৌঁছচ্ছে খুব তাড়াতাড়ি ।

এভাবেই যেন সুস্থ হয়ে উঠুক পুরো পৃথিবী ।

মুম্বই : কোরোনা এক ভয়াবহ আকার ধারণ করেছে মুম্বইতে । এবার এই মারণ জীবাণুর থাবা পড়ল মালাইকা আরোরার বিল্ডিংয়ে । বান্দ্রায় অবস্থিত এই বিল্ডিংয়ের এক সদস্য কোরোনা আক্রান্ত হওয়ার পর সিল করে দেওয়া হয় বাড়িটি ।

ঘটনাটি 8 জুনের । সেদিনই ওই বিলাসবহুল বিল্ডিংয়ের এক বাসিন্দার শরীরে কোরোনা ভাইরাস ধরা পড়ে আর তৎক্ষণাত সিল করে দেওয়া হয় বিল্ডিং । তারপর নিয়ম মেনে পুরো বিল্ডিং স্যানিটাইজ় করা হয় । ছেলে আরহানের সঙ্গে ওই বাড়িতেই রয়েছেন মালাইকা ।

malaika arora building got sealed
বাড়িতে নিজস্বী..

কয়েকদিন আগে করণ জোহর, জাহ্নবী কাপুরের বাড়ির কর্মচারীরা কোরোনা আক্রান্ত হন । সিল করা হয় ভিকি কৌশলের বিল্ডিংও । কোরোনার লক্ষণ দেখা যায় প্রয়াত সুরকার ওয়াজিদ খানের শরীরে । বলিউডকে বারবার আক্রমণ করছে কোরোনা ।

তবে প্রতিক্ষেত্রেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠেছেন রোগী । সম্প্রতি অভিনেতা কিরণ কুমার তো বাড়িতেই সেল্ফ কোয়ারানটিন থেকে কোরোনা মুক্ত হয়েছেন । খারাপ খবর আসার সঙ্গে ভালো খবরও কিন্তু এসে পৌঁছচ্ছে খুব তাড়াতাড়ি ।

এভাবেই যেন সুস্থ হয়ে উঠুক পুরো পৃথিবী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.