ETV Bharat / sitara

রাণু মণ্ডলের সঙ্গে তুলনা, মেকআপ করে বিপাকে মালাইকা - মালাইকা আরোরার খবর

এমন মেকআপ করলেন যে, নেটিজেনরা মালাইকা আরোরার তুলনা করে বসলেন রাণু মণ্ডলের সঙ্গে।

Malaika Arora as Ranu Mondal
Malaika Arora as Ranu Mondal
author img

By

Published : Nov 27, 2019, 10:45 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিনই কাউকে না কাউকে ট্রোল করা হচ্ছে। কারো মেকআপ তো কারো পোশাক বা অন্য কিছু নিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করায় নেটিজেনরা। এবার ট্রোলের নিশানায় মালাইকা আরোরা।

অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি স্লিভলেস পোশাকে। ডার্ক লিপস্টিক আর স্মোকি আইয়ের মেকআপে অ্যাট্রাকটিভ মালাইকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "এই 'ইনক্লুশন'-এর ব্যান্ডটা পরে তুমি এই পৃথিবীর কাছে যেন অঙ্গীকারবদ্ধ হও। এই পৃথিবী এমন একটা আশ্রয় যেখানে সবার জন্য স্থান রয়েছে। একটা পৃথিবী যেটা সবার জন্য স্ট্রং।"

কিন্তু, এই পৃথিবীর মানুষরাই মালাইকাকে তাঁর বয়স মনে করিয়ে দিলেন। কেউ লিখলেন, "মেকআপ দিয়ে বয়স লুকোনো যায় না।" তো কেউ তাঁর সঙ্গে তুলনা করলেন রাণু মণ্ডল।

কয়েকদিন আগে রাণু মণ্ডলের একটি অতিরিক্ত মেকআপ করা ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। গায়িকাকে নিয়ে তৈরি হয়েছিল অজস্র মিমও। যদিও সেই ছবি ভুয়ো বলে দাবি করেছেন অনেকেই।

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিনই কাউকে না কাউকে ট্রোল করা হচ্ছে। কারো মেকআপ তো কারো পোশাক বা অন্য কিছু নিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করায় নেটিজেনরা। এবার ট্রোলের নিশানায় মালাইকা আরোরা।

অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি স্লিভলেস পোশাকে। ডার্ক লিপস্টিক আর স্মোকি আইয়ের মেকআপে অ্যাট্রাকটিভ মালাইকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "এই 'ইনক্লুশন'-এর ব্যান্ডটা পরে তুমি এই পৃথিবীর কাছে যেন অঙ্গীকারবদ্ধ হও। এই পৃথিবী এমন একটা আশ্রয় যেখানে সবার জন্য স্থান রয়েছে। একটা পৃথিবী যেটা সবার জন্য স্ট্রং।"

কিন্তু, এই পৃথিবীর মানুষরাই মালাইকাকে তাঁর বয়স মনে করিয়ে দিলেন। কেউ লিখলেন, "মেকআপ দিয়ে বয়স লুকোনো যায় না।" তো কেউ তাঁর সঙ্গে তুলনা করলেন রাণু মণ্ডল।

কয়েকদিন আগে রাণু মণ্ডলের একটি অতিরিক্ত মেকআপ করা ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। গায়িকাকে নিয়ে তৈরি হয়েছিল অজস্র মিমও। যদিও সেই ছবি ভুয়ো বলে দাবি করেছেন অনেকেই।

Intro:Body:

রাণু মণ্ডলের সঙ্গে তুলনা, মেকআপ নিয়ে বিপাকে মালাইকা



এমন মেকআপ করলেন যে, নেটিজেনরা মালাইকা আরোরার তুলনা করলেন রাণু মণ্ডলের সঙ্গে।



মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিনই কাউকে না কাউকে ট্রোল করা হচ্ছে। কারো মেকআপ তো কারো পোশাক বা অন্য কিছু নিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করায় নেটিজেনরা। এবার ট্রোলের নিশানায় মালাইকা আরোরা।



অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যাচ্ছে একটি স্লিভলেস পোশাকে। ডার্ক লিপস্টিক আর স্মোকি আইয়ের মেকআপে অ্যাট্রাকটিভ মালাইকা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "এই 'ইনক্লুশন'-এর ব্যান্ডটা পরে তুমি এই পৃথিবীর কাছে যেন অঙ্গীকারবদ্ধ হও। এই পৃথিবী এমন একটা আশ্রয় যেখানে সবার জন্য স্থান রয়েছে। একটা পৃথিবী যেটা সবার জন্য স্ট্রং।"



কিন্তু, এই পৃথিবীর মানুষরাই মালাইকাকে তাঁর বয়স মনে করিয়ে দিলেন। কেউ লিখলেন, "মেকআপ দিয়ে বয়স লুকোনো যায় না।" তো কেউ তাঁর সঙ্গে তুলনা করলেন রাণু মণ্ডল।



কয়েকদিন আগে রাণু মণ্ডলের একটি অতিরিক্ত মেকআপ করা ছবি ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। গায়িকাকে নিয়ে তৈরি হয়েছিল অজস্র মিমও।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.