ETV Bharat / sitara

অক্ষয়ের রেট্রো লুক - Akshay Kumar Bell Bottom

প্রকাশ্যে এল 'বেল বটম' ছবিতে অক্ষয় কুমারের নতুন লুক । অভিনেতার 53তম জন্মদিনেই এই লুক প্রকাশ করলেন নির্মাতারা ।

asd
asd
author img

By

Published : Sep 9, 2020, 6:31 PM IST

মুম্বই : শক্ত চোয়াল । চোখে কালো সানগ্লাস । আর মোটা গোঁফ । সাদা কালো এই ছবিতে বিমানের সামনে দাঁড়িয়ে পোজ় দিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । এভাবেই সামনে এল 'বেল বটম' ছবিতে তাঁর রেট্রো লুক ।

অক্ষয়ের আপকামিং ছবি 'বেল বটম'। সেখানে একজন RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে । এখন স্কটল্যান্ডে চলছে ছবির শুটিং । আর সেখান থেকেই ছবিতে অক্ষয়ের নতুন লুক প্রকাশ্যে আনলেন নির্মাতারা । তাও আবার অভিনেতার 53তম জন্মদিনে ।

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ছবিটি একটি স্পাই থ্রিলার । এর আগে 'বেবি' বা 'নাম শাবানা'-র মতো ছবিতে RAW এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কে । এবারও ওই একই চরিত্রে ধরা দেবেন অভিনেতা । তবে 1980 সালের ব্যাকড্রপে তৈরি করা হচ্ছে ছবিটি ।

এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুর । ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল এই ছবিতে অক্ষয়ের আরও একটি লুক । শুটিয়ের বেশ কয়েকটি মুহূর্তের ছবি সেই সময় তুলে ধরা হয়েছিল । সব জায়গায় প্রায় একই লুকে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে 'বেল বটম' ।

মুম্বই : শক্ত চোয়াল । চোখে কালো সানগ্লাস । আর মোটা গোঁফ । সাদা কালো এই ছবিতে বিমানের সামনে দাঁড়িয়ে পোজ় দিতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে । এভাবেই সামনে এল 'বেল বটম' ছবিতে তাঁর রেট্রো লুক ।

অক্ষয়ের আপকামিং ছবি 'বেল বটম'। সেখানে একজন RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে । এখন স্কটল্যান্ডে চলছে ছবির শুটিং । আর সেখান থেকেই ছবিতে অক্ষয়ের নতুন লুক প্রকাশ্যে আনলেন নির্মাতারা । তাও আবার অভিনেতার 53তম জন্মদিনে ।

রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই ছবিটি একটি স্পাই থ্রিলার । এর আগে 'বেবি' বা 'নাম শাবানা'-র মতো ছবিতে RAW এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কে । এবারও ওই একই চরিত্রে ধরা দেবেন অভিনেতা । তবে 1980 সালের ব্যাকড্রপে তৈরি করা হচ্ছে ছবিটি ।

এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন হুমা কুরেশি, লারা দত্ত ও বাণী কাপুর । ছবিটি প্রযোজনা করছেন জ্যাকি ভাগনানি ।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল এই ছবিতে অক্ষয়ের আরও একটি লুক । শুটিয়ের বেশ কয়েকটি মুহূর্তের ছবি সেই সময় তুলে ধরা হয়েছিল । সব জায়গায় প্রায় একই লুকে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে 2021 সালের 2 এপ্রিল মুক্তি পাবে 'বেল বটম' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.