মুম্বই : রাস্তায় চড় মারা ও হেনস্থার অভিযোগ উঠল পরিচালক ও অভিনেতা মহেশ মঞ্জরেকরের বিরুদ্ধে । ইয়াভাত থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ইয়াভাতের পুনে-সোলাপুর হাইওয়ের উপর । কৈলাস সতপুতে নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে ইয়াভাত থানায় অভিযোগ দায়ের করেন । ওই ব্যক্তির অভিযোগ, শুক্রবার রাতে গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই ব্রেক কষেন পরিচালক । তাই টাল সামলাতে না পেরে মহেশের গাড়ির পিছনে ধাক্কা দেন ওই ব্যক্তি । এই ঘটনার পরই গাড়ি থেকে নেমে এসে ঝগড়া করতে শুরু করেন মহেশ । এমনকী, রাস্তায় দাঁড়িয়ে ওই ব্যক্তিকে তিনি চড় মারেন বলেও অভিযোগ ।
ঘটনার পরই ইয়াভাত থানায় মহেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কৈলাস । সেই অভিযোগের ভিত্তিতে পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
একাধিক হিন্দি ছবি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক মহেশ মঞ্জরেকর । তার মধ্যে 'বাস্তব' ও 'অস্তিত্ব' অন্যতম । তবে শুধু হিন্দি ছবিই নয়, একাধিক মারাঠি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে ।