ETV Bharat / sitara

সুশান্তের মৃতদেহের ছবি ছড়াবেন না, সতর্ক করল মহারাষ্ট্র পুলিশ

সুশান্তের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃতদেহের ছবি । আর সেই ছবি ছড়িয়ে পড়া বন্ধ করতেই এবার নেটিজ়েনদের সতর্ক করল মহারাষ্ট্র সাইবার সেল ।

োে্
োে্
author img

By

Published : Jun 15, 2020, 11:36 AM IST

মুম্বই : বান্দ্রার ফ্ল্যাট থেকে গতকাল উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃতদেহের ছবি । আর সেই ছবি ছড়িয়ে পড়া বন্ধ করতেই এবার নেটিজ়েনদের সতর্ক করল মহারাষ্ট্র সাইবার সেল ।

সাইবার জগতের বিভিন্ন অপরাধ এবং সাইবার সুরক্ষার নোডাল এজেন্সির তরফে বেশ কয়েকটি টুইট করা হয় । সেখানে তারা লেখে, "সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা অস্বস্তিকর ট্রেন্ড লক্ষ্য করেছে মহারাষ্ট্র সাইবার সেল । ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে মৃত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি । যা অত্যন্ত অস্বস্তিকর এবং নিম্নরুচির । এই ধরনের ছবি ছড়ানো আইনের নিয়ম ও আদলতের নির্দেশের বিরোধী । আইনি পদক্ষেপ করার যোগ্য ।"

  • A disturbing trend has been observed on Social Media platforms by Maharashtra Cyber that pictures of deceased actor Shri. Sushant Singh Rajput are being circulated, which are disturbing and in bad taste. (1/n)

    — Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আরও একটি টুইট করা হয় মহারাষ্ট্র সাইবারের তরফে । যেখানে নেটিজ়েনদের সতর্ক করে লেখা হয়, "এই ধরনের ছবি ছাড়ানো থেকে নেটিজ়েনদের বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সাইবার সেলের তরফে । যে ছবিগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তা অবিলম্বে ডিলিট করে দিন ।"

  • It is emphasised that circulation of such pictures is against legal guidelines and court directions, and are liable to invite legal action. ⁰(2/n)

    — Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ । এরপর তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । তার মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সুশান্তের মৃতদেহের ছবি ।

  • My friend #SushantSinghRajput has died tragically at a very young age!! STOP Circulating pictures of his death! This is a tragedy NOT entertainment!! Is this the world we live in now??!

    — Farah Khan (@TheFarahKhan) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতার মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ায় বিরক্ত পরিচালক ফারাহ খান ও অভিনেতা মীরা চোপড়া । টুইটে বিরক্তি প্রকাশ করে তাঁরা লেখেন, "খুব কম বয়সেই মৃত্যু হয়েছে আমার বন্ধু সুশান্ত সিং রাজপুতের । তাঁর মৃতদেহের ছবি ছড়ানো বন্ধ করুন । এটা খুব দুঃখের বিষয়, বিনোদনের নয় ।"

  • Plz stop putting the images of the dead body. Its highly insensitive. Lot of media handles doing it. Plz plz delete them. 🙏🙏🙏

    — meera chopra (@MeerraChopra) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মীরা চোপড়া লেখেন, "মৃতদেহের ছবি ছড়ানো বন্ধ করুন । এটা খুবই দুঃখের । দয়া করে ছবিগুলি ডিলিট করে দিন ।"

মুম্বই : বান্দ্রার ফ্ল্যাট থেকে গতকাল উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অভিনেতার মৃতদেহের ছবি । আর সেই ছবি ছড়িয়ে পড়া বন্ধ করতেই এবার নেটিজ়েনদের সতর্ক করল মহারাষ্ট্র সাইবার সেল ।

সাইবার জগতের বিভিন্ন অপরাধ এবং সাইবার সুরক্ষার নোডাল এজেন্সির তরফে বেশ কয়েকটি টুইট করা হয় । সেখানে তারা লেখে, "সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা অস্বস্তিকর ট্রেন্ড লক্ষ্য করেছে মহারাষ্ট্র সাইবার সেল । ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে মৃত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছবি । যা অত্যন্ত অস্বস্তিকর এবং নিম্নরুচির । এই ধরনের ছবি ছড়ানো আইনের নিয়ম ও আদলতের নির্দেশের বিরোধী । আইনি পদক্ষেপ করার যোগ্য ।"

  • A disturbing trend has been observed on Social Media platforms by Maharashtra Cyber that pictures of deceased actor Shri. Sushant Singh Rajput are being circulated, which are disturbing and in bad taste. (1/n)

    — Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া আরও একটি টুইট করা হয় মহারাষ্ট্র সাইবারের তরফে । যেখানে নেটিজ়েনদের সতর্ক করে লেখা হয়, "এই ধরনের ছবি ছাড়ানো থেকে নেটিজ়েনদের বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সাইবার সেলের তরফে । যে ছবিগুলি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তা অবিলম্বে ডিলিট করে দিন ।"

  • It is emphasised that circulation of such pictures is against legal guidelines and court directions, and are liable to invite legal action. ⁰(2/n)

    — Maharashtra Cyber (@MahaCyber1) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল সকালে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘটনাস্থানে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ । এরপর তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । তার মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সুশান্তের মৃতদেহের ছবি ।

  • My friend #SushantSinghRajput has died tragically at a very young age!! STOP Circulating pictures of his death! This is a tragedy NOT entertainment!! Is this the world we live in now??!

    — Farah Khan (@TheFarahKhan) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতার মৃতদেহের ছবি ছড়িয়ে পড়ায় বিরক্ত পরিচালক ফারাহ খান ও অভিনেতা মীরা চোপড়া । টুইটে বিরক্তি প্রকাশ করে তাঁরা লেখেন, "খুব কম বয়সেই মৃত্যু হয়েছে আমার বন্ধু সুশান্ত সিং রাজপুতের । তাঁর মৃতদেহের ছবি ছড়ানো বন্ধ করুন । এটা খুব দুঃখের বিষয়, বিনোদনের নয় ।"

  • Plz stop putting the images of the dead body. Its highly insensitive. Lot of media handles doing it. Plz plz delete them. 🙏🙏🙏

    — meera chopra (@MeerraChopra) June 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মীরা চোপড়া লেখেন, "মৃতদেহের ছবি ছড়ানো বন্ধ করুন । এটা খুবই দুঃখের । দয়া করে ছবিগুলি ডিলিট করে দিন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.