মুম্বই : শুরু সেই 'তেজাব'-এর 'এক দো তিন' দিয়ে । তারপর কড়া প্রশিক্ষণের মধ্যে দিয়ে মাধুরীকে নিজের মনের মতো করে গড়ে তুলেছিলেন সরোজ খান । সেটা কোনওদিন ভোলেননি মাধুরী । অন্যদিকে মাধুরীর নাম না নিয়ে একটি সাক্ষাৎকারও দেননি 'মাস্টারজী' । বলেছেন, "মাধুরী ইজ় মাধুরী" ।
সেই মানুষটার না থাকা যে যন্ত্রণা দেবে মাধুরীকে, সেটা প্রত্যাশিত । সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী জানালেন, "আমি বিধ্বস্ত" । পুরো পোস্ট কী লিখেছেন মাধুরী সেটা একবার দেখে নেওয়া যাক...
অভিনেত্রী লিখেছেন, "আমার বন্ধু ও গুরু সরোজ খানের প্রয়াণে আমি বিধ্বস্ত । উনি আমার নাচকে পরিপূর্ণ করে তুলতে যে সাহায্য করেছিলেন, তা আমি কোনওদিন ভুলব না । পৃথিবী একজন অসাধারণ প্রতিভাবান মানুষকে হারিয়ে ফেলল । আমি আপনাকে মিস করব ।"
সরোজ খানের স্বামী ও তিন সন্তানকে সমবেদনা জানাতে ভোলেননি মাধুরী । দেখে নিন তাঁর পোস্ট...