ETV Bharat / sitara

লকডাউন কী শেখাল মাধুরীকে ? - মাধুরী দীক্ষিতের খবর

লকডাউন একটা জিনিস শেখাল মাধুরী দীক্ষিতকে । তিনি আত্মনির্ভর হতে শিখলেন ।

madhuri dixit learned this from lockdown
madhuri dixit learned this from lockdown
author img

By

Published : Jun 30, 2020, 1:21 PM IST

মুম্বই : লকডাউন আমাদের অনেক কিছুই শিখিয়েছে । আমরা বাইরের দুনিয়া ছেড়ে নিজেদের এক্সপ্লোর করেছি, ভার্চুয়াল বন্ধুত্ব ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি । মাধুরী দীক্ষিতও কিছু শিখেছেন এই লকডাউনে, তিনি আত্মনির্ভর হয়ে উঠেছেন ।

শ্রীরাম মাধব নেনের সঙ্গে একটা সেলফি পোস্ট করেছেন মাধুরী । সদ্য স্বামীর চুল কেটে দিয়েছেন অভিনেত্রী । আর নতুন সেই কাট পেয়ে বেশ খুশি মনে হল নেনেকে ।

ক্য়াপশনে মাধুরী লিখেছেন, "সেল্ফ কোয়ারান্টিন 100 দিন । রামের চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে বেশ ভালো লাগল । লকডাউন আমাদের একটা জিনিস শিখিয়েছে, শিখিয়েছে কীভাবে আত্মনির্ভর হওয়া যায় ।"

এই লকডাউনেই মাধুরী ভার্চুয়াল ডান্স ক্লাস শুরু করেছিলেন । এই লকডাউনেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম মিউজ়িক সিঙ্গল । বন্দী জীবনটাকে যে বেশ ক্রিয়েটিভ কাজে লাগিয়েছেন অভিনেত্রী, সেটা বেশ বোঝা যাচ্ছে । অনুপ্রাণিত করেছেন অনেককে ।

মুম্বই : লকডাউন আমাদের অনেক কিছুই শিখিয়েছে । আমরা বাইরের দুনিয়া ছেড়ে নিজেদের এক্সপ্লোর করেছি, ভার্চুয়াল বন্ধুত্ব ছেড়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি । মাধুরী দীক্ষিতও কিছু শিখেছেন এই লকডাউনে, তিনি আত্মনির্ভর হয়ে উঠেছেন ।

শ্রীরাম মাধব নেনের সঙ্গে একটা সেলফি পোস্ট করেছেন মাধুরী । সদ্য স্বামীর চুল কেটে দিয়েছেন অভিনেত্রী । আর নতুন সেই কাট পেয়ে বেশ খুশি মনে হল নেনেকে ।

ক্য়াপশনে মাধুরী লিখেছেন, "সেল্ফ কোয়ারান্টিন 100 দিন । রামের চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে বেশ ভালো লাগল । লকডাউন আমাদের একটা জিনিস শিখিয়েছে, শিখিয়েছে কীভাবে আত্মনির্ভর হওয়া যায় ।"

এই লকডাউনেই মাধুরী ভার্চুয়াল ডান্স ক্লাস শুরু করেছিলেন । এই লকডাউনেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম মিউজ়িক সিঙ্গল । বন্দী জীবনটাকে যে বেশ ক্রিয়েটিভ কাজে লাগিয়েছেন অভিনেত্রী, সেটা বেশ বোঝা যাচ্ছে । অনুপ্রাণিত করেছেন অনেককে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.