ETV Bharat / sitara

নিজের প্রথম অনস্ক্রিন হিরো তাপস পালের মৃত্যুতে কী বললেন মাধুরী ? - মাধুরী দীক্ষিতের খবর

অনেকেই হয়তো জানেন না, 1984 সালে মাধুরী দীক্ষিত অভিনীত 'অবোধ'-এ হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল । সেটা ছিল তাপস পালের সর্বপ্রথম হিন্দি ছবি ও মাধুরীর ক্যারিয়ারে ডেবিউ ফিল্ম । নিজের প্রথম অনস্ক্রিন হিরোর মৃত্যুতে আবেগতাড়িত টুইট করলেন অভিনেত্রী ।

Madhuri Dixit on Tapas Paul's death
Madhuri Dixit on Tapas Paul's death
author img

By

Published : Feb 18, 2020, 5:04 PM IST

Updated : Feb 18, 2020, 5:21 PM IST

মুম্বই : হীরেন নাগ পরিচালিত 'অবোধ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী ও তাপস । ক্যারিয়ারের প্রথম অনস্ক্রিন হিরোর মৃত্যুতে মাধুরী আবেগপ্রবণ হয়ে পড়েছেন । নিজের টুইটারে সে কথা প্রকাশ করলেন অভিনেত্রী ।

মাধুরী লিখেছেন, "তাপস পালের সঙ্গে আমি একেবারে ক্যারিয়ারের শুরুতে কাজ করেছি । ওঁর শূন্যতা আজ অনেকেই বুঝতে পারছেন । আমি প্রার্থনা করব যে, এরকম কঠিন পরিস্থিতিতে ওঁর পরিবার যেন সুস্থ থাকে ।"

  • The loss of Tapas Paul who was one of the very first actors, I have worked with is felt by many. May God bless and comfort his family during this difficult period 🙏

    — Madhuri Dixit Nene (@MadhuriDixit) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'অবোধ' ছবিতে এক অপরিণত গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী, যে বিয়ে বা সম্পর্কের মানেই বোঝে না । অন্যদিকে তাপস পাল ছিলেন মাধুরীর সেই পরিণত স্বামী, যিনি তার স্ত্রীকে ভালোবাসার মর্ম বোঝাবেন । বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দানা বাঁধে মাধুরী অভিনীত গৌরি ও তাপস অভিনীত শংকরের সম্পর্কে ।

তবে শুধু মাধুরী নন, তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়াও । বাংলা সিনেমার এক নক্ষত্র পতন হল, মনে করছেন অনেকেই ।

মুম্বই : হীরেন নাগ পরিচালিত 'অবোধ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী ও তাপস । ক্যারিয়ারের প্রথম অনস্ক্রিন হিরোর মৃত্যুতে মাধুরী আবেগপ্রবণ হয়ে পড়েছেন । নিজের টুইটারে সে কথা প্রকাশ করলেন অভিনেত্রী ।

মাধুরী লিখেছেন, "তাপস পালের সঙ্গে আমি একেবারে ক্যারিয়ারের শুরুতে কাজ করেছি । ওঁর শূন্যতা আজ অনেকেই বুঝতে পারছেন । আমি প্রার্থনা করব যে, এরকম কঠিন পরিস্থিতিতে ওঁর পরিবার যেন সুস্থ থাকে ।"

  • The loss of Tapas Paul who was one of the very first actors, I have worked with is felt by many. May God bless and comfort his family during this difficult period 🙏

    — Madhuri Dixit Nene (@MadhuriDixit) February 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

'অবোধ' ছবিতে এক অপরিণত গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী, যে বিয়ে বা সম্পর্কের মানেই বোঝে না । অন্যদিকে তাপস পাল ছিলেন মাধুরীর সেই পরিণত স্বামী, যিনি তার স্ত্রীকে ভালোবাসার মর্ম বোঝাবেন । বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দানা বাঁধে মাধুরী অভিনীত গৌরি ও তাপস অভিনীত শংকরের সম্পর্কে ।

তবে শুধু মাধুরী নন, তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়াও । বাংলা সিনেমার এক নক্ষত্র পতন হল, মনে করছেন অনেকেই ।

Last Updated : Feb 18, 2020, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.