ETV Bharat / sitara

লকডাউনে ভারতবর্ষের ছবিটা কেমন ছিল ? দেখাবেন মধুর - মধুর ভাণ্ডারকর

ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন', পরিচালক মধুর ভাণ্ডারকর । টুইটারে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন মধুর ।

Madhur Bhandarkar film on lockdown
Madhur Bhandarkar film on lockdown
author img

By

Published : Jan 21, 2021, 12:17 PM IST

মুম্বই : মধুর ভাণ্ডারকরের প্রত্যেক ছবিতে ধরা পড়ে রিসার্চের ছাপ । কখনও ফ্য়াশনের দুনিয়া, কখনও বলিউড ইন্ডাস্ট্রি, কখনও আবার জেলখানার অন্ধকার...সবকিছুই জায়গা করে নেয় মধুরের ছবিতে । এবার তাঁর ছবির বিষয়বস্তু গোটা ভারতবর্ষ ।

লকডাউনের সময় সমস্ত ভেদাভেদ ভুলে একই সূত্রে বাঁধা পড়েছিল গোটা ভারতবর্ষ । সমস্ত সামাজিক স্তর, পেশা, ভাষা ও ধর্মের মানুষ এক অভিন্ন ছন্দে জীবন কাটাচ্ছিল সেই সময় । আর এই ভারতবর্ষের ছবিই তুলে ধরছেন মধুর, তাঁর আগামী ছবিতে ।

ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন' । শুটিং শুরু হবে অবিলম্বে । তার আগে ফিল্মটির প্রথম পোস্টার শেয়ার করলেন মধুর ।

শেয়ার করে পরিচালক লিখেছেন, "ফিল্ম 'ইন্ডিয়া লকডাউন' শুটিং ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত । এটা ছবিটির টিজ়ার পোস্টার । আমাদের ভালোবাসা দিন ।" ছবিটির অন্যতম প্রযোজকও মধুর ।

দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : মধুর ভাণ্ডারকরের প্রত্যেক ছবিতে ধরা পড়ে রিসার্চের ছাপ । কখনও ফ্য়াশনের দুনিয়া, কখনও বলিউড ইন্ডাস্ট্রি, কখনও আবার জেলখানার অন্ধকার...সবকিছুই জায়গা করে নেয় মধুরের ছবিতে । এবার তাঁর ছবির বিষয়বস্তু গোটা ভারতবর্ষ ।

লকডাউনের সময় সমস্ত ভেদাভেদ ভুলে একই সূত্রে বাঁধা পড়েছিল গোটা ভারতবর্ষ । সমস্ত সামাজিক স্তর, পেশা, ভাষা ও ধর্মের মানুষ এক অভিন্ন ছন্দে জীবন কাটাচ্ছিল সেই সময় । আর এই ভারতবর্ষের ছবিই তুলে ধরছেন মধুর, তাঁর আগামী ছবিতে ।

ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন' । শুটিং শুরু হবে অবিলম্বে । তার আগে ফিল্মটির প্রথম পোস্টার শেয়ার করলেন মধুর ।

শেয়ার করে পরিচালক লিখেছেন, "ফিল্ম 'ইন্ডিয়া লকডাউন' শুটিং ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত । এটা ছবিটির টিজ়ার পোস্টার । আমাদের ভালোবাসা দিন ।" ছবিটির অন্যতম প্রযোজকও মধুর ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.