মুম্বই : 2020 সালটা ভালোভাবে কাটাতে পারেননি অনেকেই । সৌজন্যে কোরোনাভাইরাস । কোরোনার জেরে দেশে জারি হয় লকডাউন । এই পরিস্থিতিতে কাজ হারান অনেকেই । কয়েকটা মাস থমকে গিয়েছিল গোটা পৃথিবী । দেশের অর্থনৈতিক অবস্থার উপরও এর অনেকটা প্রভাব পড়ে । আর এবার সেই গল্পই বড় পরদায় ফুটিয়ে তুলতে চলেছেন মধুর ভান্ডারকর । লকডাউনের উপর ভিত্তি করেই পরবর্তী ছবি তৈরি করতে চলেছেন তিনি । নাম 'ইন্ডিয়া লকডাউন'।
আজই এই ছবির কথা ঘোষণা করেছেন মধুর নিজেই । ছবিটি পরিচালনার পাশাপাশি পিজে মোশন পিকচার্সের সঙ্গে হাত মিলিয়ে এই ছবি প্রযোজনাও করবেন তিনি । ছবির শুটিং শুরু হবে 2021-এর জানুয়ারিতে ।
যদিও এই ছবির মুখ্য চরিত্রে কারা থাকবেন তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি । লকডাউনের সময় দেশের যে অবস্থা হয়েছিল সেই ছবিই তুলে ধরা হবে 'ইন্ডিয়া লকডাউন'-এ ।
-
MADHUR BHANDARKAR ANNOUNCES NEXT FILM... IT'S OFFICIAL... #MadhurBhandarkar announces his next directorial venture... Titled #IndiaLockdown... Inspired by true events... Casting underway... Produced by Bhandarkar Entertainment and PJ Motion Pictures... Starts Jan 2021. pic.twitter.com/dFT2L1aAuP
— taran adarsh (@taran_adarsh) December 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">MADHUR BHANDARKAR ANNOUNCES NEXT FILM... IT'S OFFICIAL... #MadhurBhandarkar announces his next directorial venture... Titled #IndiaLockdown... Inspired by true events... Casting underway... Produced by Bhandarkar Entertainment and PJ Motion Pictures... Starts Jan 2021. pic.twitter.com/dFT2L1aAuP
— taran adarsh (@taran_adarsh) December 23, 2020MADHUR BHANDARKAR ANNOUNCES NEXT FILM... IT'S OFFICIAL... #MadhurBhandarkar announces his next directorial venture... Titled #IndiaLockdown... Inspired by true events... Casting underway... Produced by Bhandarkar Entertainment and PJ Motion Pictures... Starts Jan 2021. pic.twitter.com/dFT2L1aAuP
— taran adarsh (@taran_adarsh) December 23, 2020
এর আগে 2017 সালে 'ইন্দু সরকার' পরিচালনা করেছিলেন মধুর । এছাড়া 'ফ্যাশন', 'পেজ 3', 'ট্র্যাফিক সিগনাল' ও 'চাঁদনি বার'-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি । তবে 'ইন্ডিয়া লকডাউন' ছাড়াও 'ইন্সপেক্টর ঘালিব' নামে একটি ছবি রয়েছে তাঁর হাতে । বালি মাফিয়াদের উপর তৈরি করা হবে ছবিটি ।