ETV Bharat / sitara

মুখ্যমন্ত্রীর চরিত্রে রিচা, মুক্তি পেল 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর ট্রেলার - richa chadha in cm role

রিচা ছাড়াও ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ শুক্ল ও মানব কৌল । 22 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি ।

asd
asd
author img

By

Published : Jan 6, 2021, 7:12 PM IST

মুম্বই : মুক্তি পেল রিচা চাড্ডার আপকামিং ছবি 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর ট্রেলার । ছবিটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর । এখানে মুখ্যমন্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে রিচাকে ।

ছবিতে ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিল একটা বাচ্চা মেয়ে । এরপর তাকে আশ্রয় দেন এক স্কুল শিক্ষক (সৌরভ শুক্ল) । ধীরে ধীরে তাকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন করে গড়ে তুলেছিলেন । জীবনে যে কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাতে সে লড়াই করতে পারে তার জন্য তাকে প্রস্তুত করা হয়েছিল । আর একটা সময় মুখ্যমন্ত্রী হয় সেই মেয়েটা ।

যদিও সেই রাস্তাটা খুব একটা সহজ ছিল না । প্রতিটা পদেই হেনস্থা হতে হত তাকে । কখনও বিরোধীরা ষড়যন্ত্র করত তার বিরুদ্ধে তো কখনও পার্টির মধ্যেই হেনস্থার শিকার হতে হত তাকে । একটা সময় একটি দুর্ঘটনায় নিজের স্বামীকেও হারিয়ে ফেলে সে । তারপর সেখান থেকেও ঘুরে দাঁড়ায় । খারাপ পরিস্থিতিগুলি আরও কঠিন করে তোলে তাকে । এভাবেই এগোতে থাকে ছবির গল্প । আর এই চরিত্রে দেখা যাবে রিচাকে । তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করবেন মানব কৌল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবির চরিত্র প্রসঙ্গে রিচা বলেছিলেন, "যখন আমাকে এই ছবির চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন অবাক হয়ে গিয়েছিলাম । আমি বহুদিন ধরেই সুভাষ স্যারের ছবি দেখছিলাম । তাঁর 'ফাঁস গ্যায়ে রে ওবামা' ছবিটি আমার খুবই ভালো লেগেছিল । 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর গল্প খুবই সুন্দর । এই ছবিতে সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে ।" ছবির শুটিং করা হয়েছে লখনউতে । 22 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : মুক্তি পেল রিচা চাড্ডার আপকামিং ছবি 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর ট্রেলার । ছবিটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর । এখানে মুখ্যমন্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে রিচাকে ।

ছবিতে ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিল একটা বাচ্চা মেয়ে । এরপর তাকে আশ্রয় দেন এক স্কুল শিক্ষক (সৌরভ শুক্ল) । ধীরে ধীরে তাকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন করে গড়ে তুলেছিলেন । জীবনে যে কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাতে সে লড়াই করতে পারে তার জন্য তাকে প্রস্তুত করা হয়েছিল । আর একটা সময় মুখ্যমন্ত্রী হয় সেই মেয়েটা ।

যদিও সেই রাস্তাটা খুব একটা সহজ ছিল না । প্রতিটা পদেই হেনস্থা হতে হত তাকে । কখনও বিরোধীরা ষড়যন্ত্র করত তার বিরুদ্ধে তো কখনও পার্টির মধ্যেই হেনস্থার শিকার হতে হত তাকে । একটা সময় একটি দুর্ঘটনায় নিজের স্বামীকেও হারিয়ে ফেলে সে । তারপর সেখান থেকেও ঘুরে দাঁড়ায় । খারাপ পরিস্থিতিগুলি আরও কঠিন করে তোলে তাকে । এভাবেই এগোতে থাকে ছবির গল্প । আর এই চরিত্রে দেখা যাবে রিচাকে । তাঁর অনস্ক্রিন স্বামীর চরিত্রে অভিনয় করবেন মানব কৌল ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই ছবির চরিত্র প্রসঙ্গে রিচা বলেছিলেন, "যখন আমাকে এই ছবির চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তখন অবাক হয়ে গিয়েছিলাম । আমি বহুদিন ধরেই সুভাষ স্যারের ছবি দেখছিলাম । তাঁর 'ফাঁস গ্যায়ে রে ওবামা' ছবিটি আমার খুবই ভালো লেগেছিল । 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর গল্প খুবই সুন্দর । এই ছবিতে সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে ।" ছবির শুটিং করা হয়েছে লখনউতে । 22 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.