ETV Bharat / sitara

কফি ছেড়ে চায়ে মজেছেন মানভি - maanvi converted from iced coffee to chai

লকডাউনের আগে নাকি আইসড কফি খেতে খুবই ভালোবাসতেন মানভি । কিন্তু, লকডাউনের মধ্যে ধীরে ধীরে তাঁর সেই ভালো লাগার পরিবর্তন ঘটেছে । এখন আইসড কফির পরবর্তে চা খেতেই বেশি ভালোবাসেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 21, 2020, 10:52 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতে রয়েছেন সবাই । শুটিং বন্ধ থাকায়, হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । আর এই সময় নিজেদের অনেকটা সময় দিচ্ছেন তারকারা । যার কারণে বিভিন্ন পরিবর্তন আসছে তাঁদের জীবনে । উপলব্ধিও করছনে অনেক কিছু । আর সেকথা সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তাঁরা । আর এবার এই তালিকায় যুক্ত হলেন মানভি গাগরু ।

লকডাউনের আগে নাকি আইসড কফি খেতে খুবই ভালোবাসতেন মানভি । কিন্তু, লকডাউনের মধ্যে ধীরে ধীরে তাঁর সেই ভালো লাগার পরিবর্তন ঘটেছে । এখন আইসড কফির পরবর্তে চা খেতেই বেশি ভালোবাসেন তিনি । সম্প্রতি টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন মানভি ।

sfs
.

মানভি লেখেন, "আমার পছন্দটা এখন একেবারেই বদলে গিয়েছে । আইসড কফি লাভার থেকে এখন আমি চায়ের লাভারে পরিণত হয়েছি । আর কারও কি এই লকডাউনের মধ্যে এই ধরনের কোনও পরিবর্তন হয়েছে ? #লকডাউন"।

  • It's official. I'm fully converted. From being an iced coffee lover to a chai lover now.
    Anyone else with changing taste buds during this period?#lockdown

    — Maanvi Gagroo (@maanvigagroo) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন মানভি গাগরু । বেশি পারিশ্রমিকের জন্য তাঁকে একবার আপস করতে বলেছিলেন প্রযোজক । বেশ কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন তিনি ।

কাজের দিক থেকে অ্যামাজ়ন প্রাইমের ওয়েব সিরিজ় 'ফোর মোর শট প্লিজ়'-এ দেখা গিয়েছিল মানভিকে । এছাড়া এই বছর 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি । তার আগে 'উড়জা চামন'-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ।

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতে রয়েছেন সবাই । শুটিং বন্ধ থাকায়, হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । আর এই সময় নিজেদের অনেকটা সময় দিচ্ছেন তারকারা । যার কারণে বিভিন্ন পরিবর্তন আসছে তাঁদের জীবনে । উপলব্ধিও করছনে অনেক কিছু । আর সেকথা সোশাল মিডিয়ায় শেয়ার করছেন তাঁরা । আর এবার এই তালিকায় যুক্ত হলেন মানভি গাগরু ।

লকডাউনের আগে নাকি আইসড কফি খেতে খুবই ভালোবাসতেন মানভি । কিন্তু, লকডাউনের মধ্যে ধীরে ধীরে তাঁর সেই ভালো লাগার পরিবর্তন ঘটেছে । এখন আইসড কফির পরবর্তে চা খেতেই বেশি ভালোবাসেন তিনি । সম্প্রতি টুইট করে নিজেই এই কথা জানিয়েছেন মানভি ।

sfs
.

মানভি লেখেন, "আমার পছন্দটা এখন একেবারেই বদলে গিয়েছে । আইসড কফি লাভার থেকে এখন আমি চায়ের লাভারে পরিণত হয়েছি । আর কারও কি এই লকডাউনের মধ্যে এই ধরনের কোনও পরিবর্তন হয়েছে ? #লকডাউন"।

  • It's official. I'm fully converted. From being an iced coffee lover to a chai lover now.
    Anyone else with changing taste buds during this period?#lockdown

    — Maanvi Gagroo (@maanvigagroo) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্যারিয়ারের শুরুতে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন মানভি গাগরু । বেশি পারিশ্রমিকের জন্য তাঁকে একবার আপস করতে বলেছিলেন প্রযোজক । বেশ কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন তিনি ।

কাজের দিক থেকে অ্যামাজ়ন প্রাইমের ওয়েব সিরিজ় 'ফোর মোর শট প্লিজ়'-এ দেখা গিয়েছিল মানভিকে । এছাড়া এই বছর 'শুভ মঙ্গল জ়াদা সাবধান'-এর মতো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি । তার আগে 'উড়জা চামন'-এ মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.