হায়দরাবাদ, 2 মার্চ : কয়েকদিন আগেই সামনে এসেছিল রণবীর কাপুরের নতুন ছবি 'সামশেরা'-র টিজার ৷ এবার ফের বড় খবর সামনে এল তাঁর অনুরাগীদের জন্য ৷ পরের বছর মার্চেও আসতে চলেছে তাঁর আরও একটি নতুন ছবি ৷ লভ রঞ্জনের পরিচালনা এবং প্রযোজনায় এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন রণবীর এবং শ্রদ্ধা কাপুর (Ranbir kapoor Shraddha kapoor film release date) ৷ এই ছবির কথা অবশ্য় ঘোষণা করা হয়েছিল 2019 সালেই ৷ কিন্তু তারপরেই শুরু হয়ে যায় করোনার দৌরাত্ম্য ৷ ফলে পিছিয়ে যায় ছবির কাজ ৷
ছবির নাম যদিও এখনও জানা যায়নি তবে খবর অনুযায়ী গল্প হতে চলেছে একটি রোমান্টিক কমেডি ৷ লাভ ফিল্মসের পক্ষ থেকে এদিন তাঁদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে, "শ্রদ্ধা কাপুর এবং রনবীর কাপুর অভিনীত লভ রঞ্জনের পরবর্তী ফিচারিং 8 মার্চ 2023 অর্থাৎ হোলির দিন সিনেমা হলে মুক্তি পাবে!" লভ ফ্লিমস এবং টি সিরিজের ব্য়ানারে আসতে চলেছে এই ছবি ৷
আরও পড়ুন: নিজের বায়োপিকের জন্য গানের রেকর্ডিং সেরে ফেললেন রানু মণ্ডল
অনামী এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে লভ, রনবীর এবং শ্রদ্ধা ৷ লভ রঞ্জনের ব্যাগে রয়েছে 'পেয়ার কা পঞ্চনামা' এবং 'সোনু কে টিটু কি সুইটি'-এর মত কাজ ৷ তাই এই নতুন ছবি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে সকলেরই ৷