গোয়া : গোয়া, নামটা শুনলেই একটা ছিমছাম মনোরম পরিবেশের ছবি ফুটে ওঠে । গাছের তলায় বসে এক ফকিরের আবেগেতাড়িত কণ্ঠে গাওয়া গান আর তাঁর সামনে ছড়িয়ে থাকা শ্রোতাদের জল ভরা চোখ । এরই নাম গোয়া ।
হ্যাঁ, সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়ো দেখে গোয়ার এমনই ছবি তৈরি হয়েছে সকলের চোখে । গাছের তলায় বসে থাকা ফকির গোছের লোকটা আসলে লাকি আলি । দীর্ঘদিন পর প্রিয় গায়কের গান শুনে নস্ট্যালজিক শ্রোতারা ।
দরদ আর যন্ত্রণা ভরা কণ্ঠে লাকি ধরলেন 'ও সনম'-এর নতুন এক ভার্সন । তাঁর সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতারা নিজেদের আবেগ ধরে রাখতে পারলেন না । গোয়ার নিবাসী অভিনেত্রী নফিসা আলি সহ অসংখ্য মানুষ শেয়ার করেছেন লাকির এই লাইভ পারফর্মেন্স ।
দীর্ঘদিন লাইমলাইটের আড়ালে ছিলেন লাকি । তবে তাঁর জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি সেটা প্রমাণিত হল মানুষের ভালোবাসা দেখে । শুনেছেন লাকির 'ও সনম' গানটি ?
-
This scene conjures up huge nostalgia for boomers like me. Not just about #LuckyAli who’s from the same vintage, but memories of small, impromptu gatherings in the 70’; full of music, camaraderie, idealism & hopes for a better world. We’re still waiting for that world... https://t.co/P0uuv4FJ6s
— anand mahindra (@anandmahindra) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This scene conjures up huge nostalgia for boomers like me. Not just about #LuckyAli who’s from the same vintage, but memories of small, impromptu gatherings in the 70’; full of music, camaraderie, idealism & hopes for a better world. We’re still waiting for that world... https://t.co/P0uuv4FJ6s
— anand mahindra (@anandmahindra) December 13, 2020This scene conjures up huge nostalgia for boomers like me. Not just about #LuckyAli who’s from the same vintage, but memories of small, impromptu gatherings in the 70’; full of music, camaraderie, idealism & hopes for a better world. We’re still waiting for that world... https://t.co/P0uuv4FJ6s
— anand mahindra (@anandmahindra) December 13, 2020