লক্ষ্ণৌ : মুম্বইয়ের এক ব্যবসায়ী ওজাস দেসাইয়ের খোঁজ চালাচ্ছে লক্ষ্ণৌ পুলিশ, যিনি কণিকার সঙ্গে লক্ষ্ণৌয়ের তাজ হোটেলে ছিলেন সেই রাতে । IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
লন্ডন থেকে ফেরার পর কণিকা যাদের সঙ্গে দেখা করেছিলেন বা কথা বলেছিলেন, তার মধ্যে 260-জনের খোঁজ পেয়েছে পুলিশ । তবে মিসিং ওজাস ।
চিফ মেডিকেল অফিসার ডাক্তার নরেন্দ্র আগারওয়াল জানিয়েছেন যে, দেসাইকে খোঁজের চেষ্টা চলছে । তবে মুম্বইতে তার সঠিক ঠিকানা বা গতিবিধি জানা না থাকায় সমস্যা হচ্ছে পুলিশের ।
কণিকা এখন কোয়ারেন্টাইনে, তাই তাঁকে কোনও প্রশ্ন করা যাচ্ছে না, জানিয়েছেন নরেন্দ্র ।
হোটেল তাজের 11 জন কর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, যারা কণিকার সংস্পর্শে এসেছিলেন । এক হোটেল অফিশিয়াল জানান, "আমরা ওদের মনিটর করছি সবসময় ।"
হোটেল তাজ বন্ধ করে দিয়েছে লক্ষ্ণৌ প্রশাসন । কণিকা সেই হোটেলে থেকেছিলেন জানার পরই এই পদক্ষেপ সরকারের ।
আপাতত সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইন্টস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এ ভরতি রয়েছেন কণিকা । রবিবার তাঁকে দ্বিতীয় বার টেস্ট করা হয় এবং সেই টেস্টেও COVID 19 পজ়িটিভ আসে গায়িকার ।
তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ওজাস দেসাইকে খুঁজে বের করা । সেই কাজে কবে সফল হবে পুলিশ সেটাই দেখার ।